উচ্চ মাধ্যমিকের সূচি বদল, দেখে নিন একনজরে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি বদল করল শিক্ষা দফতর।
উল্লেখ্য, ২৯ জুন, ২ এবং ৬ জুলাই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ২৯ জুনের পরিবরতে পরীক্ষা হবে ৮ জুলাই। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
মঙ্গলবার তিনি জানান, উচ্চমাধ্যমিকের বাকি তিন পরীক্ষা হবে জুলাই মাসে। তারিখগুলি হল ২, ৬ এবং ৮। এর আগে যে প্রাথমিক ঘোষণা করেছিলেন, তাতে জুলাই ২ ও ৬-এর পাশাপাশি, ২৮ জুন পরীক্ষার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।
কিন্তু এদিন তিনি বলেন, ‘জুন মাসে কোনও পরীক্ষা হবে না। পরীক্ষা হবে জুলাইয়ের তিন দিন।’
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার পঞ্চম দফার লকডাউন ঘোষণা করার পর গাইডলাইন দিয়ে স্পষ্ট জানিয়ে দেয় , ৩০ জুন পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা কিছুই খুলবে না।
অসমে ভয়াবহ ভূমি ধ্বসের জেরে মৃত ২০
তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল ২৯ জুনের সম্ভাব্য যে দিন উচ্চমাধ্যমিকের জন্য রাজ্য সরকার ঠিক করেছিল তা বাতিল করতে হবে। তারপরেই এদিন শিক্ষামন্ত্রীর এই ঘোষণা।
প্রসঙ্গত, করোনার জেরে লকডাউন ঘোষণার পর্যন্ত উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা বাকি ছিল। সেই পরীক্ষাগুলির দিনই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী।
তবে কোন দিন কোন পরীক্ষা হবে তা পর্ষদের ওয়েবসাইটের মাধ্যমেই জানা যাবে বলেই জানিয়েছেন তিনি।