বাইক ও ডাম্পারের মুখোমুখি সংর্ঘষ, ঘটনাস্থলেই মৃত ৩
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাইক ও ডাম্পারের সংর্ঘষে তিনজনের মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এলো মালদা জেলার মোথাবাড়ি থানার রাজারাম টোলা গ্রামে।
মোটর বাইকে তাঁরা বাড়ির পথে আসছিলেন। একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া মোথবাড়ি থানা এলাকায়।
পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন বাপি মন্ডল (১৬), মনোজ মন্ডল (২২) ও স্বপন মন্ডল (৪০)। বাড়ি মালদা জেলার মোথাবাড়ি থানার রাজারাম টোলা গ্রামে। একই পরিবারের তাঁরা সদস্য।
জানা গেছে, তাঁদের পারিবারিক জমি রয়েছে পুরাতন মালদার মুচিয়াতে। সেখানে পরিবারের অন্যান্য সদস্যরা গেছিলেন ধান কাটার কাজে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ৩ জনে একটি বাইকে করে রাতে বাড়ি ফেরার পথে বাইপাসের ওপর মহানন্দা সেতুর কাছাকাছি দুর্ঘটনাটি ঘটে। একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাঁদের।
করোনা আবহে শহরে বাড়ছে সাইকেলের চাহিদা
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। স্বপন ও মনোজের ঘটনাস্থলে মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।
গুরুতর জখম বাপিকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হয় প্রথমে। সেখানে অবস্থার অবনতি হলে কলকাতায় তাঁকে স্থানান্তরিত করার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
কলকাতায় নিয়ে যাওয়ার পথে মুর্শিদাবাদের মোরগ্রামের কাছে তাঁর মৃত্যু হয়। পরে ৩ জনেরই মৃতদেহ ময়নাতদন্তের জন্য আনা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।