পর্যাপ্ত বাসের অভাব খোদ পরিবহন মন্ত্রীর জেলায়, চূড়ান্ত হয়রানি যাত্রীদের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের বিভিন্ন জেলাতে বাস চলাচল স্বাভাবিক হলেও খোদ পরিবহনমন্ত্রীর জেলাতে কিন্তু বাস চলাচলে সমস্যা থেকেই গেল।
রাজ্য সরকারের নির্দেশে ১ জুন থেকে রাজ্যের বিভিন্ন জেলাতে নিয়ম বিধি মেনে বাস চালানোর কথা থাকলেও পূর্ব মেদিনীপুর জেলাতে বাসের দেখা নেই। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে চরম হয়রানির স্বীকার হলেন যাত্রীরা।
তাদের অভিযোগ অন্য জেলাতে বাস চললেও এই জেলাতে বাস নেই। যদিও বা একটা সরকারি বাসের দেখা মিললো তাও দাঁড়ালো না স্ট্যান্ডে। বাস চলাচল স্বাভাবিক করতে বাস মালিক সংগঠনদের নিয়ে বৈঠক হয় জেলা শাসকের দফতরে।
বাস মালিকদের বিভিন্ন দাবীদাবা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। মালিকদের স্পষ্ট বক্তব্য কর্মচারীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে অবিলম্বে। গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ডগুলি সরকারি উদ্যোগে স্যানিটাইজার করতে হবে। তেলের ক্ষেত্রে সরকার কিছুটা যদি ভুর্তুকি দেয় -সেই আর্জিও এদিন জানান তারা।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, ১ জুন থেকে পরীক্ষমূলক ভাবে দূরপাল্লা গাড়ি চালানো হয়েছিলো। কিন্তু যাত্রী না থাকার জন্য চরম ক্ষতির মুখে পড়তে হয়েছে।
শুধু নির্দিষ্ট সময় গাড়ি চালালে হবে না আগের নিয়মে গাড়ি চালাতে গেলে ক্ষতির মুখে পড়তে হবে। ট্রেন, ফেরি সার্ভিস বন্ধ এছাড়াও স্কুল কলেজ বন্ধ থাকায় যাত্রী নেই। এর ফলে বাস চালানো সম্ভব নয়।
এর ফলে জেলাতে কবে বাস চলাচল স্বাভাবিক হবে তাই নিয়ে প্রশ্ন উঠেছে জেলার বাসিন্দাদের মনে।