আনলক ওয়ানঃ বেসরকারি বাসে উঠলেই এখন ১০ টাকা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার থেকে বাড়ছে বেসরকারি বাসের ভাড়া। কাল থেকেই বাস ও মিনিবাসের নতুন বর্ধিত ভাড়া কার্যকর হবে। তবে সুখবর হল বৃহস্পতিবার থেকেই নামবে ৪৩ হজার বেসরকারি বাস।
গত কয়েকদিন ধরে কলকতা শহরে বাসের অভাবের জন্য মানুষের যে ভােগান্তির চিত্র দেখা গেছে তা এবার শেষ হতে চলেছে। কাল সকাল থেকেই কলকাতা ও শহরতলির সর্বত্র ৯০ শতাংশ বেসরকারি বাস নামছে ।
বুধবার জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট এবং মিনিবাস মালিক সংগঠনের তরফে একথা জানানাে হয়েছে। এ দিন এই দুই সংগঠনের তরফে জানানাে হয়েছে যারা কাল সকাল থেকে বাসে উঠবেন তাদের সকলকেই বর্ধিত হারে বাসভাড়া দিতে হবে ।
যদিও সরকারিভাবে এখনও কোনও বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, তবে আপতত ঠিক হয়েছে বাসে উঠলেই দিতে হবে ১০ টাকা। এরপর সেই ভাড়া ক্রমেই ১৫, ২০ ও ২৫ এই হারে ভাড়া নেওয়া হবে। একইভাবে মিনিবাসের ক্ষেত্রেও বাড়ছে ভাড়া।
সেক্ষেত্রে ন্যূনতম ভাড়া হচ্ছে ১২ টাকা। এরপর প্রত্যেক স্টেজে ২ ও ৩ টাকা করে ভাড়া বাড়ছে। স্টেজ এখনও চূড়ান্ত না হলেও যতদূর জানা যাচ্ছে চার কিমি পর্যন্ত বেসরকারি বাসে যাওয়া যাবে ১০ টাকায়, ৮ কিমি পর্যন্ত যেতে দিতে হবে ১৫ টাকা। আর ১২ কিমি বা তার উর্দ্ধে যেতে হলে দিতে হবে ২০ টাকা।
ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মা মাটি মানুষের সরকার সবরকম ব্যবস্থা করবেঃ শিশির অধিকারী
একই হারে বাড়ছে মিনিবাসের ভাড়াও। সবচেয়ে ভালাে খবর, বৃহস্পতিবার সকাল থেকেই পথে নামলে মিলবে পর্যপ্ত বেসরকারি বাস।
এদিন জয়েনট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কাল থেকে কলকাতা ও জেলায় ধাপে ধাপে বাস নামবে। যাত্রীদের অসুবিধার কথা ভেবে সরকার ও বাস মালিকরা একত্রিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।
এদিন বাসভাড়া বাড়ানাের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাড়তি ভাড়ার জন্য কারও কাছে জোর দেওয়া হবে না। রেগুলেটরি কমিটি ৮ জুন নতুন ভাড়ার তালিকা প্রকাশ করবে।
তারপরেই নতুন ভাড়া কার্যকর হবে। এদিন বেসরকারি বাস মালিকদের ভাড়া বাড়ানাের কথা ঘােষণা করলেও সরকারের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি। এখন দেখার সরকার এই বর্ধিত হারে বাসভাড়া আদেও মেনে নেয় কিনা।