উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় শিক্ষকদের ছুটি নয়, নির্দেশিকা সংসদের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় কোনও শিক্ষক ছুটি নিতে পারবেন না। এদিন নির্দেশিকা প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

এক নির্দেশিকায় সংসদ জানিয়েছে,

  • করোনা আবহেই রাজ্যে আগামী ২,৬ এবং ৮ জুলাই উচ্চমাধ্যমিক পরীক্ষা হতে চলেছে।
  • যে পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার আসন রয়েছে বা পড়তে পারে এবং যারা পরীক্ষার নজরদারি থেকে শুরু করে পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকবেন তারা কোনওভাবেই ছুটি নিতে পারবেন না।

সংসদের তরফে আরও জানানো হয়েছে, যদি কোন জরুরি দরকার থাকে তাহলে সেটি বিবেচনা করা হবে। শিক্ষক এবং অশিক্ষক কর্মী, যাদের বাকি পরীক্ষাগুলো সঙ্গে দায়িত্ব রয়েছে তাদের পরীক্ষা পরিচালনা সংক্রান্ত কাজ স্বচ্ছভাবে এবং বাধ্যতামূলক ভাবে করতে হবে।

করোনা সংক্রমণ বাড়ার দায় কেন্দ্র-রাজ্য দুই সরকারকে নিতে হবে: সোমেন মিত্র

ইতিমধ্যেই এই নির্দেশিকা সংসদের তরফে রাজ্যের প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পাঠানোর পাশাপাশি প্রত্যেকটি ভেন্যু সুপারভাইজারকেও এই নির্দেশিকা পাঠানো হচ্ছে।

২৯ জুনের বদলে ২ জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে ৬ এবং ৮ জুলাই নেওয়া হবে । কোন দিনে কি কি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে তার বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংসদের তরফে।

সম্পর্কিত পোস্ট