বারাসাতে বিজেপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  আমফনের জেরে ব্যাপক আকারে উদ্ভিদ কুলের ক্ষতি হয়েছে। আর সেই ক্ষতি মোকাবিলা করতে পথে নামলো বিজেপি বারাসাত সাংগঠনিক জেলা নেতৃত্ব।

আজ বারাসাতের বিভিন্ন প্রান্তে চারা গাছ বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করল তারা। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারাসাত সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্তে তাদের এই কর্মসূচি বলে জানান হয়েছে।

তৎপরতা তুঙ্গে, চলতি সপ্তাহেই ভক্তদের জন্য খুলতে পারে কালীঘাট মন্দিরের দরজা

এই কর্মকান্ডে উপস্থিত ছিলেন জেলার সভাপতি শঙ্কর চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ। তবে বিজেপির চারগাছ বিতরণে সামাজিক দূরত্বকে বুড়োআঙুল দেখিয়ে চলেছে কর্মসূচি।

এ বিষয় সম্পর্কে শঙ্কর চ্যাটার্জী বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ সর্বদা তারা দিয়ে আসছেন এ বিষয় উৎসাহী মানুষেরা কখনও তা লঙ্ঘন করলেও বিজেপির কর্মীরা তা পালনে বদ্ধপরিকর।

এদিনের এই বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয় দক্ষিণপাড়া ৩০ নম্বর ওয়ার্ড শক্তিপুঞ্জের মুখ শুভঙ্কর সেনের নেতৃত্বে।

সম্পর্কিত পোস্ট