করোনা বাড়বাড়ন্তের জন্য বিজেপিকেই দুষলেন ফিরহাদ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা সংক্রমণের জন্য কেন্দ্রের ভুল পরিকল্পনাকেই দায়ী করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর দাবি, বাংলাকে উত্তরপ্রদেশ বা গুজরাট হতে দেব না।
তাঁর অভিযোগ, বাংলার তুলনায় গুজরাট ও উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা অনেক বেশি। তাই নিজেদের অপমান ঢাকতে বিজেপি পশ্চিমবঙ্গে বেশি করে করোনা ঢোকানোর পরিকল্পনা করছে। তাঁর হুঙ্কার বাঙালিরা ব্রিটিশের কাছে মাথা নত করেনি, একইভাবে বিজেপির কাছেও মাথা নত করবে না।
এদিন ফিরহাদের যাবতীয় আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল বিজেপি। তিনি বলেন, “দিল্লির বাসস্ট্যান্ডে এত শ্রমিক ভিড় করেছিল, উত্তরপ্রদেশে শ্রমিকদের গায়ে জীবাণুনাশক স্প্রে করা হয়েছিল, মুম্বাইয়ে হাজার হাজার শ্রমিক বাড়ি ফেরার জন্য স্টেশনে এসে জড়ো হয়েছিল। আপনারা খালি হাততালি দিয়েছেন, মানুষকে বাড়ি ফেরানোর জন্য সময় দেয়নি। শ্রমিক স্পেশাল ট্রেনকে করোনা স্পেশাল ট্রেন বিজেপি, অমিত শাহ আপনারাই বানিয়েছেন। কেন আগে থাকতেই শ্রমিক স্পেশাল এক্সপ্রেস ট্রেন গুলো চালানো হল না।
কেন্দ্রের ভূলনীতির কারণে রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাঃ মুখ্যমন্ত্রী
এদিন শুধু বিজেপিকে দোষারোপ করে দিন থেমে যাননি মন্ত্রী। পাশাপাশি মোদি ও অমিত শাহের নাম করে কটাক্ষ ছুঁড়ে দেন ফিরহাদ।
তিনি বলেন, অমিতজী বলেছিলেন আমেরিকা উন্নত তাই ওখানে সংক্রমনের সংখ্যা বেশি। এবার সংক্রমনের সংখ্যা বৃদ্ধির নিরিখে গুজরাট এগিয়ে রয়েছে। তাই ওখানে হসপিটালে মৃতদের সঙ্গে মানুষকে থাকতে হচ্ছে, নোংরা অব্যবস্থার মধ্যে মানুষকে থাকতে হচ্ছে। মহান নেতারা বাংলাকে নিয়ে এতকিছু বলেছিলেন, তাই এখন গুজরাত সংক্রমনের নিরিথে এক নম্বরে। মোদীজি, অমিতজির রাজ্যের যদি এই অবস্থা হয় তাহলে তাদের দেশের কি অবস্থা হবে।