বিধানসভা ভোটের প্রস্তুতিতে আজ ভার্চুয়াল সভা অমিতের

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: লক্ষ্য আগামী বছরের বিধানসভার ভোট। বঙ্গের ক্ষমতা দখলই পাখির চোখ। কিন্তু কাজটা যে সহজ নয়, তা জানেন বিজেপির প্রধান রণনীতিকার তথা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ।

তবু চেষ্টার কোনও ত্রুটি রাখতে চান না। তাই লকডাউনের মধ্যেই দলীয় কর্মী-নেতাদের বঙ্গ জয়ের পাঠ দিতে আজ মঙ্গলবার ‘ভার্চুয়াল’ সভা করবেন তিনি।

সেই সভা সফল করতে কোমর কষে ঝাঁপিয়েছে বঙ্গের পদ্মশিবিরের নেতারা। কিন্তু অমিতের মতো ওজনদার নেতার অত্যাধুনিক প্রযুক্তির সভায় দলের কতজন কর্মী-নেতাকে সামিল করা যাবে, তা নিয়ে সংশয়ে রয়েছেন তাঁরা।

আজ সকাল এগারোটা থেকে ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে অমিতের ভাষণ।  রাজ্যের ৭৮ হাজার বুথের দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা যাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শোনেন, তার জন্য জলের মতো টাকা খরচ করে চলেছেন বঙ্গের বিজেপি নেতারা।

অন্তত এক কোটি মানুষের কাছে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতির ভাষণ পৌঁছে দিতে ঝাঁপিয়ে পড়েছেন দিলীপ ঘোষ-মুকুল রায়রা।

আজকের ‘হাইটেক’ সভা হবে ত্রিস্তরীয়। প্রথম ক্ষেত্রে রাজ্যের এক হাজার পদাধিকারীকে অনলাইনের মাধ্যমে যুক্ত করা হবে ভিডিয়ো কনফারেন্সে।

প্রথমে মুরলীধর সেন লেন থেকে উদ্বোধনী বক্তব্য রাখবেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। বক্তব্য রাখবেন মুকুল রায়, রাহুল সিনহার মতো তথাকথিত হেভিওয়েট নেতারা।  তার পরে অমিত সাহের ভাষণ শোনানো হবে।

ভাষণ শেষে অমিত শাহকে সরাসরি প্রশ্নও করতে পারবেন বঙ্গ বিজেপির নেতারা। তবে সেই সৌভাগ্য হবে না। রাজ্যে পদ্মশিবিরের প্রধান সেনাপতি যাকে বাছাই করবেন, তিনিই প্রশ্ন করতে পারবেন।

তবে অমিত শাহের ‘ভার্চুয়াল’ জনসভা নিয়ে বঙ্গের বিজেপি নেতা-কর্মীদের মধ্যে উ‍ৎসাহ থাকলেও অন্য কারণে চিন্তায় পড়েছেন দিলীপ ঘোষ-রাহুল সিনহা-মুকুল রায়রা।

তার কারণ, সাধারণত মেঠো সভায় ভিড় বা উপস্থিতি নিয়ে ‘জল’ মেশানোর সুবর্ণ সুযোগ থাকে। অর্থা‍ৎ ৫ হাজার লোকের ভিড়কে ৫০ হাজার লোকের ভিড় বলে অনায়াসে চালানো যায়। কিন্তু আজকের অনলাসইন সভায় তা সম্ভব হবে না।

তার কারণ কতজন দিল্লির বিজেপির সদর দফতর থেকে অমিত শাহের দেওয়া ভাষণ শুনছেন, সেই তথ্য সঙ্গে সঙ্গে পাওয়া যাবে। কেননা সামাজিক মাধ্যমে ‘ভিউ’র টাটকা হিসেব দেওয়া থাকে।

বিজেপি সূত্রে খবর, মূলত যেহেতু বিধানসভা ভোটকে মাথায় রেখেই এমন সভার আয়োজন করা হয়েছে তাই বাংলার তৃণমুল সরকারকে তুলোধনা করে ভাষণ দেবেন অমিত শাহ। শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল সরকার ব্যর্থ তা তুলে ধরবেন।

পাশাপাশি করোনা মোকাবিলা আর পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানো নিয়েও রাজ্য সরকারকে বিঁধতে চলেছেন তিনি।

সম্পর্কিত পোস্ট