মুখ্যমন্ত্রীর গাড়ি পার্কিংয়েও সােশ্যাল ডিসটেন্সিং নবান্নে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ড্রাইভারদের মধ্যে করােনার প্রভাব থেকে মুখ্যমন্ত্রীকে রক্ষা করতে মুখ্যমন্ত্রীর গাড়ির ক্ষেত্রেও সােশ্যাল ডিস্টেন্সিংয়ের ব্যবস্থা করা হল ।
গত কয়েক দিনে একের পর এক সরকারি গাড়ির ড্রাইভারের করােনা আক্রান্ত হওয়ার খবর আসছিল । এর ফলে নবান্নের পার্কিংয়ে একটা ভয়ের আবহ তৈরি হয়েছিল ।
বিশেষত , ড্রাইভাররা মন্ত্রী বা আমলাদের নামানাের পর একজায়গায় বসে গল্প করেন । এর ফলে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল ।
তথ্যপ্রযুক্তি শিল্পকে চাঙা করতে রাজ্য সরকারের উদ্যোগে চালু কর্মভূমি পোর্টাল
মূলত একথা ভেবেই এদিন মুখ্যমন্ত্রীর গাড়ি ও তার কনভয়ে থাকা গাড়িগুলিকে নির্দিষ্ট দূরত্বে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
একইসঙ্গে গাড়ির চালকদের গাড়ি ছেড়ে না যাওয়ার কথা বলা হয়েছে ।
একইভাবে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের গাড়ির ক্ষেত্রেও একইভাবে সােশ্যাল ডিসটেন্স মানা হচ্ছে ।
মূলত , ড্রাইভারদের মধ্যে একের পর এক করােনা আক্রান্ত হওয়ার ঘটনা নতুন করে আতঙ্ক তৈরি করছে নবান্নে ।