দুর্গত মানুষের পাশে দাঁড়াতে নামছে বাংলার যুবশক্তি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ঘূর্ণিঝড় আমফান ও করােনার জোড়া সংকটের মধ্যে রয়েছে রাজ্য। বহু মানুষ এখনও খােলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন ।

এমতাবস্থায় রাজনীতির ক্ষুদ্র বৃত্তে দলকে আটকে রাখতে চান না তৃণমূল সুপ্রিমাে মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি চান তার দল নিরপেক্ষভাবে মানুষের পাশে দাঁড়াক । দুর্গত মানুষের সেবায় তারা যেন রাজনীতির রঙ না দেখেন ।

আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাকে গুরুত্বদিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে তৃণমূলের যুব শক্তিকে ব্যবহারের সিদ্ধান্ত নিল দল।

এদিন ভিডিয়াে কনফারেন্সের মাধ্যমে দলের শীর্ষনেতৃত্বের সঙ্গে আলােচনা করে অভিষেক সিদ্ধান্ত নিয়েছেন আগামী একমাস দলের ছাত্র ও যুবরা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে পথে নামবেন ।

মুখ্যমন্ত্রীর গাড়ি পার্কিংয়েও সােশ্যাল ডিসটেন্সিং নবান্নে

এই কর্মসূচি তৃণমূল কংগ্রেসের কর্মীরা করলেও তা রাখতে হবে সম্পূর্ণভাবে অরাজনৈতিক । রাজনীতির রঙ না দেখে দলের ছাত্র যুবরা আগামী একমাস দুর্গত মানুষকে পরিষেবা দেবেন ।

অভিষেক এই কর্মসূচির নাম দিয়েছেন বাংলার যুবশক্তি ’ ।

খাদ্য , শিক্ষা স্বাস্থ্য – সহ যে কোনও ধরণের সাহায্যে তৃণমূল কর্মীরা দলীয় পতাকা ছেড়ে মানুষের পাশে থাকবেন । মানুষ অসুবিদায় পড়লে তারা এগিয়ে আসবে । বাংলায় তৃণমূলের যুবদের জন্য এটাই আগামী একমাসে অভিষেকের হােমটাস্ক ।

সম্পর্কিত পোস্ট