আমফানের ক্ষতি সামলে উঠতে এখনও সময় লাগবে: শোভনদেব

দ্য কোয়ারি ওয়েবডেস্ক : আমফানের ক্ষতি সামলে উঠতে এখনও সময় লাগবে। বুধবার একথা জানিয়েছেন রাজ্যের বিদ্যু‍ৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ।

এদিন এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। ঘূর্ণীঝড় আমফান রাজ্যে বিদ্যু‍ৎ পরিকাঠামো তছনছ করে দিয়ে গিয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যুদ্ধকালীণ ত‍ৎপরতা বিদু‍ৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য কাজ করছে বিদ্যু‍ৎ দফতর।

এদিন রাজ্যের বিদ্যু‍ৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, আমফানের ফলে রাজ্যের ৮৮ লক্ষ গ্রাহক বিপর্যস্ত। তবে দফতরের ত‍ৎপরতার কারণে বিদ্যুৎ পরিষেবা দ্রুত উন্নতি হচ্ছে। সুন্দরবনের বেশিরভাগ গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। আমফানে সর্বাধিক ক্ষতিগ্রস্থ ৩ জেলা পূর্ব মেদিনীপুরের ৯৬ থেকে ৯৭ শতাংশ এলাকায় বিদ্যু‍ৎ পুরস্থাপন করা হয়েছে। তবে কাকদ্বীপের বিস্তীর্ণ অঞ্চলে জল নামে নি। তাই সেখানে একটু বিদ্যুৎ পৌঁছে দিতে সমস্যা হচ্ছে। হিঙ্গালগঞ্জেও এখনও ভরা কোটালের জন্য সমস্যা রয়েছে। তবে শেষ পর্যায়ের কাজে একটু সমস্যা তৈরি হচ্ছে।

তিনি আরও জানান, আমফান ও করোনা জোড়া সংকটের কারণে উপভোক্তাদের থেকে ২০০৯ কোটি টাকা আদায় করা যায় নি। তবে কাজের ক্ষেত্রে বাঁধা হয়নি।

তিনি আরও বলেন, এখনও ২ লক্ষ মানুষ বিদ্যুৎহীন রয়েছেন। তবে সম্পূর্ণ ভাবে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে।

সম্পর্কিত পোস্ট