বেওয়ারিশ লাশ সৎকার নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের, তুঙ্গে রাজনৈতিক জল্পনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গড়িয়া শশ্মানে বেওয়ারিশ লাশ সৎকার নিয়ে বৃহস্পতিবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপাের্ট তলব করলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর ।

রাজ্যপাল নিজের টুইটবার্তায় লাশ সৎকার নিয়ে মন্তব্য করতে গিয়ে লিখেছেন , অমানবিক , অবর্ণনীয় , অসংবেদনশীলভাবে মৃতদেহের শেষকৃত্য করা হচ্ছে । সমাজের প্রথা অনুযায়ী , শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে মৃতদেহের সৎকার করা উচিত । যেভাবে মৃতদেহের শেষকৃত্য হচ্ছে , তাতে আমি উদ্বিগ্ন । এ নিয়ে স্বরাষ্ট্রসচিবের কাছে তথ্য তলব করেছি ।

উল্লেখ্য , বুধবার কলকাতা পুরসভার একটি গাড়িতে করে গড়িয়া শশ্মানে ১৪ টি মৃতদেহ নিয়ে যাওয়া হয় সৎকারের জন্য । সেসময় এলাকাবাসীরা শশ্মান চত্বরে ভিড় করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ।

তাদের অভিযােগ ছিল , করােনা আক্রান্তদের দেহ জনবহুল জায়গার ওই শশ্মানে দাহ করতে দেওয়া যাবে না । আর তাই নিয়েই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গােটা শশ্মান জ্বরে । স্থানীয়দের চরম বিক্ষোভের জেরে শেষপর্যন্ত গাড়িতে তুলে নিয়ে সেইসব মৃতদেহ ফিরিয়ে নিয়ে যাওয়া হয় ।

তবে এরমধ্যেই একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় । তাতে দেখা যায় শশ্মানে আনা এই ১৪ টি বেওয়ারিশ লাশ আকশি দিয়ে গেঁথে টেনে হিচড়ে গাড়িতে তােলা হচ্ছে ।

ছ’ বছর পর প্রধানমন্ত্রীর মনে পড়লো বাংলার চট শিল্পের কথা! ধন্যবাদঃ সোমেন মিত্র

আর এই করুন দৃশ্য ভাইরাল হওয়ার পর শুরু হয়ে যায় ব্যাপক রাজনৈতিক চাপানউতাের । সিপিএম , বিজেপি নেতারাও বিষয়টি নিয়ে সরব হন ।

এ প্রসঙ্গে স্বাস্থ্য দফতর সূত্রে অবশ্য জানানাে হয়েছে ওই লাশগুলি অজ্ঞাতপরিচয়দের মৃতদেহ । কোনও দাবিদার ছিল না । তাই নিয়ম মতাে নির্দিষ্ট সময়ের পর সেই মৃতদেহ সৎকারের উদ্যোগ নেওয়া হয়ছিল ।  এমনকি মৃতদের মধ্যে কেউ করােনা আক্রান্ত হয়ে মারা যাননি । এনআরএস হাসপাতালে মর্গে ছিল দেহগুলি ।

কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে , বেওয়ারিশ লাশই দাহ করার জন্য ওই শশ্মানে নিয়ে যাওয়া হয়েছিল । এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয়দের পক্ষ থেকে বাঁশদ্রোনী থানায় অভিযােগ জানানাে হয়েছে । এরপরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে পুলিশও ।

স্থানীয়দের দাবি মতাে বৃহস্পতিবার কলকাতা পুরসভার পক্ষ থেকে শশ্মান লাগােয়া এলাকায় স্যানিটাইজেশন করা হয় ।

এ প্রসঙ্গে এনআরএস হাসপাতালের প্রিন্সিপাল শৈবাল মুখােপাধ্যায় বলেন , এগুলি বেওয়ারিশ লাশ ছিল । কোনওটাই কোভিড আক্রান্তের দেহ নয় । এ বিষয়ে গুজব রটানাে হয়েছে । আর যারা এই গুজব রটিয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে কলকাতর পুলিশ কমিশনার অনুজ শর্মার কাছে একটি চিঠি পাঠিয়েছেন ।

সম্পর্কিত পোস্ট