চালুর আগে ফুলবাগান মেট্রোর নিরাপত্তা নিয়ে চূড়ান্ত পর্যবেক্ষণ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফুলবাগান ইস্ট-ওয়েস্ট মেট্রো স্টেশন চালুর আগে শুক্রবার চূড়ান্ত পর্যবেক্ষণ প্রক্রিয়া সারলেন কমিশনার অব রেলওয়ে সেফটির আধিকারিকরা।
সল্টলেক স্টেডিয়াম থেকে ফুলবাগান স্টেশন যাত্রাপথ তৈরির কাজ পুরোপুরি তৈরি হয়ে গেছে। তবে সুরক্ষা বিধিতে কোনও ফাঁকফোকর রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই এই পর্যবেক্ষণ। সেফটি কমিশনারের ছাড়পত্রের পরেই ওই লাইনে ট্রেন চলতে পারবে।
উল্লেখ্য, করোনা প্রকোপ শুরুর পর এই প্রক্রিয়া থমকে যায়। তবে লকডাউন শিথিল হতেই এই প্রক্রিয়া সম্পূর্ণ করা হলো।
মৃতদেহ কেলঙ্কারিতে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবেঃ রাহুল সিনহা
এদিকে কোভিডের কারণে এদিনের পর্যবেক্ষণ এর সময় একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। যেমন ট্রলির বদলে লাইন ধরে পায়ে হেঁটে পর্যবেক্ষণ করেন আধিকারিকরা।
প্রত্যেকেই মাস্ক ও ফেস শিল্ড পরে সুরক্ষা বিধি মেনে পর্যবেক্ষণ করেন। উল্লেখ্য, ফুলবাগান স্টেশনই হল কলকাতার প্রথম মাটির নীচের এয়ার কন্ডিশন ইস্ট-ওয়েস্ট মেট্রো স্টেশন।