নতুন মানচিত্র প্রকাশ করল নেপাল পার্লামেন্ট

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নয়া মানচিত্র প্রকাশ করল নেপাল সরকার। ভারতের অধীন ৩৭০ বর্গ কিলোমিটার এলাকা অন্তর্ভুক্ত হল নয়া মানচিত্রে।

গত ৩১ মে সংসদে এই বিল উত্থাপন করেছিলেন নেপালের আইনমন্ত্রী শিবময়া থুম্বাহাম্পে। শনিবার নতুন বিলে সহমত পোষণ করে নেপাল সরকার।

নতুন বিল অনুযায়ী কালাপানি, লিপিয়াধুরা এবং লিপুলেক যা ভারতের অন্তর্ভুক্ত ছিল। নতুন আইনে তা নেপালের অন্তর্ভুক্ত বলে দাবী নেপাল সরকারের।

কালাপানি থেকে কিছুদুরে অবস্থিত লিপুলেক। বহুদিন ধরেই কালাপানি নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে বিবাদ লেগেই থাকত। একদিকে ভারত দাবী করে আসছে কালাপানি উত্তরাখণ্ড এর পিথোরাগড় জেলার অন্তর্গত।

চালুর আগে ফুলবাগান মেট্রোর নিরাপত্তা নিয়ে চূড়ান্ত পর্যবেক্ষণ

অন্যদিকে নেপালের দাবী ধারাচুলা জেলার অন্তর্গত কালাপানি। শনিবার সংসদের শুরুতে এই বিল খারিজ করে দেন স্পিকার অগ্নি প্রসাদ সাকোটা। সংবিধানের ১১২ ধারা অনুযায়ী এই বিলের প্রস্তাব খারিজের জন্য আবেদন জানান এমপি সারিতা গিরি।

এমনিতেই বেশ কিছুদিন ধরে দুই প্রতিবেশী দেশের মধ্যে সমস্যা লেগেই ছিল। বর্তমানে কালাপানি সীমান্তে এপিএফ মোতায়েন করেছে নেপাল সরকার।

শুক্রবার নেপাল সীমান্তে প্রাণ হারান ১ জন ভারতীয়। আহত হন আরও দুজন। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবী করেন সেনাপ্রধান এম এম নারাভানে।

সম্পর্কিত পোস্ট