রাজ্যপাল ‘মনোনীত ললিপপ’, কটাক্ষ ডেরেকের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের শাসক দল তৃণমূলের সঙ্গে রাজভবনের সংঘাত সাম্প্রতিক সময়ে কোনও নতুন বিষয় নয়। বরং রাজভবন থেকে তৃণমূল সরকারকে আক্রমণ একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
গত কয়েকদিন ধরে রাজ্যপাল বারংবার তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনকে বারংবার আক্রমণ করেছেন। শনিবার তার পাল্টা জবাব দিলেন ডেরেক।
এদিন তিনি কটাক্ষের সুরে রাজ্যপালকে বলেছেন,মনে হচ্ছে এখন রাজ্যপালকে আনুষ্ঠানিকভাবে বিজেপির মুখপাত্র হিসাবে নিয়োগ করা হয়েছে। মূলত তিনি একজন টুইটার যোদ্ধা। তিনি পরিকল্পিতভাবে বাংলায় বিজেপির পক্ষে কাজ করছেন। শুধু তাই নয় এই মুহূর্তে রাজ্য সরকারের সবচেয়ে বিলাসবহুল বাড়িতে বসবাস করে তিনি এই কাজ করছেন।
এদিন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র স্পষ্ট করে দেন, রাজ্যপালের কোনও মন্তব্য কে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তাঁর বক্তব্যের জবাব দেওয়ার অর্থ তাঁকে বাড়তি গুরুত্ব দেওয়া। কোনোভাবেই রাজ্যপাল কে বাড়তি গুরুত্ব দিতে চায় না রাজ্যের শাসক দল।
কিন্তু রাজভবন থেকে যেভাবে একতরফাভাবে বিজেপি পার্টি ক্যাডারের মতো তৃণমূল কংগ্রেস এবং রাজ্যে সরকারকে নিশানা করা হচ্ছে। সে কারণেই এই জবাব দিচ্ছেন তিনি। ‘ট্যুইটার হ্যাপি’ এবং ‘হেডলাইন হাংরি’ কোনও কেউ যখন সহ্যের সীমা অতিক্রম করে যায় তখন তাকে জবাব দিতেই হয়।
যাত্রী সুবিধার্থে শহরের রাস্তায় চালু ট্রাম
গড়িয়ার শ্মশান-কাণ্ড নিয়ে পর পর বেশ কয়েক দিন রাজ্যপাল আক্রমণাত্মক মন্তব্য করছিলেন। গড়িয়ায় শ্মশানে মৃতদেহ টেনে-হিঁচড়ে গাড়িতে তোলার যে দৃশ্য নিয়ে গত কয়েক দিন ধরে রাজ্য সরকারকে আক্রমণ করে চলেছেন ধনকর, সে রকম এমনকি তার চেয়েও ভয়ানক দৃশ্য উত্তরপ্রদেশ-সহ একাধিক বিজেপিশাসিত রাজ্য থেকেও সামনে এসেছে বলে ডেরেক এ দিন দাবি করেন। রাজ্যপাল কেন সে সব বিষয় নিয়ে মুখ খুলছেন না, প্রশ্ন তৃণমূল মুখপাত্রের।
রাজ্যপালকে আক্রমণ করে ডেরেক এ দিন বলেছেন, রাজভবনের বাসিন্দা কোনও রাখঢাক না-করে একেবারে খোলাখুলি বিজেপি মুখপাত্র হিসেবে কাজ করতে শুরু করেছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বার বার রাজ্যপালের আক্রমণের প্রসঙ্গ টেনে ডেরেক বলেন, মুখ্যমন্ত্রী হলেন এই রাজ্যের ১০ কোটি মানুষের প্রিয় এবং তিনি বাংলার মানুষের দ্বারা নির্বাচিত। আর রাজ্যপাল হলেন এক জন মনোনীত ললিপপ।