সুরক্ষা বিধি মেনে শনিবার থেকেই খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ সরানোর পর থেকেই বন্ধ ছিল দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির। শনিবার থেকে সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হল এই মন্দিরের দরজা।

মন্দির প্রতিষ্ঠার পর থেকে এমন এত দীর্ঘদিন কখনোই ভক্তদের জন্য দরজা বন্ধ হয়নি ভবতারিণী মন্দিরের। আড়াই মাস ডালি পর গ্লাভস, পিপিই পরে ভবতারিণীর পুজো দিলেন দক্ষিণেশ্বরের পুরোহিতরা।

শনিবার সকাল থেকেই ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। সামাজিক দূরত্বের বিধি মেনে, থার্মাল স্কিনিংয়ের পরই তারা মাকে দর্শনের সুযোগ পেয়েছেন। মূল মন্দিরে প্রবেশের আগে স্যানিটাইজ টানেলের মধ্যে দিয়ে যেতে হয় ভক্তদের।

একটি লাইন দিয়ে ঢোকা এবং বেরোনোর ব্যবস্থা করা হয়েছিল। রং দিয়ে ৬ ফুট দূরত্বের মার্ক করে দেওয়া হয়েছিল। এই দূরত্ব বজায় রেখেই লাইনে দাঁড়াতে হচ্ছিল পূণ্যার্থীদের।

দক্ষিণেশ্বর মন্দির খুললেও এখনি খুলছে না তারাপীঠ

সকাল এবং বিকেল দুই ধাপে মন্দির খোলা ছিল এদিন। সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত এবং বিকেল তিনটে থেকে ছয়টা পর্যন্ত পুণ্যার্থীরা মাকে পুজো দিতে পেরেছেন।

এক্ষেত্রে পুরোহিতদের সকলের গায়েই ছিল পিপিই এবং গ্লাভস। সাধারনত প্রতি শনি এবং মঙ্গলবার দক্ষিণেশ্বরের প্রচুর পূর্ণার্থী আসেন মায়ের দর্শনে।

তবে প্রথম দিন হওয়ায় এদিন দর্শনার্থীদের সংখ্যা ছিল তুলনামূলকভাবে অনেক কম। তবে রবিবার প্রচুর মানুষের আসার সম্ভাবনা। সে ক্ষেত্রে ভিড় নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যবিধি মেনে মাকে দর্শন একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষের জন্য।

সম্পর্কিত পোস্ট