জোকা ইএসআই হাসপাতাল সংক্রমণহীনদের চিকিৎসার জন্য ব্যবহারের সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে আরও একটি সম্পূর্ণ করোনা চিকিৎসার জন্য হাসপাতালের কথা ঘোষণা করল রাজ্য স্বাস্থ্য দফতর।

এবার থেকে ডায়মন্ড হারবার রোডের জোকা ইএসআই হাসপাতাল করোনা হাসপাতাল হিসাবে ব্যবহার করা হবে সোমবার স্বাস্থ্য দফতরের এক বিজ্ঞপ্তিতে একথা জানা গিয়েছে।

৫০০ বেডের এই হাসপাতাল সম্পূর্ণভাবে করোনা রোগীদের চিকিৎসা করা হবে বলে জানা গিয়েছে। তবে এক্ষেত্রে এখানে ভর্তি থাকবেন উপসর্গহীন করোনা রোগীরা।

রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণ ছড়ানোর পর সরকারি স্বাস্থ্য পরিকাঠামোকে এই মারণ রোগ চিকিৎসার জন্য নতুন করে গড়ে তোলা হয়েছে। এর জন্য বহু জায়গায় বেসরকারি হাসপাতাল নিয়েও সরকারি খরচে বিনা পয়সায় সাধারণ মানুষের জন্য করোনা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

মুকুল রায়ের ঘর ওয়াপসি ! জল্পনা উড়িয়ে মুখ খুললেন চাণক্য

ইতিমধ্যেই মেডিকেল কলেজকে সম্পূর্ণভাবে শুধুমাত্র করোনা চিকিৎসার জন্য গড়ে তোলা হয়েছে। তবে দিন দিন যেভাবে করোনা রোগীর সংখ্যা বাড়ছে এই ধরনের আরও চিকিৎসা কেন্দ্র তথা হাসপাতালের প্রয়োজন।

আর সে কারণেই জোকার ইএসআই হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হল। এমনিতেই উপসর্গহীন করোনা রোগীদের থেকে সকলের অজান্তেই সংক্রমণ ছড়ানোর একটা সম্ভাবনা থাকে।

আর সে কারণেই এদের নির্দিষ্টভাবে চিহ্নিতকরণ করে চিকিৎসা করা জরুরি। মূলত এ কথা চিন্তা করে উপসর্গবিহীনদের জন্য এই ব্যবস্থা করা হচ্ছে বলে খবর।

সম্পর্কিত পোস্ট