আগামী শনিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে বর্ষা শুরুর প্রথম দিনেই কলকাতা সহ বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়েছে। সোমবারও রাজ্যের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর ৪৮ ঘন্টা বৃষ্টির পূর্বাভাস দিলেও আপাতত থামছে না বৃষ্টি।
আগামী কুড়ি জুন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে উত্তর ও দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি।
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা জিকে দাস জানিয়েছেন, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
চেন্নাই থেকে বিমানে ফিরলেন ২ করোনা রোগী, তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর
কলকাতা হাওড়া হুগলি জেলায় ভারী বৃষ্টি হবে আগামী শুক্র ও শনিবার। এছাড়াও পুরুলিয়া বাঁকুড়া ও বীরভূম জেলাতে ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ,কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ,আলিপুরদুয়ার এবং মালদা জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।
এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। মঙ্গলবার থেকে জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ওড়িশা ও অন্ধ্র উপকূলে থাকা নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টি চলবে।