রাজ্যের শহিদ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী , ঘোষণা আর্থিক সাহায্যের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শহিদ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
পরিবারকে ৫ লক্ষ টাকা অর্থ সাহায্য ও এক সদস্যের চাকরির প্রতিশ্রুতি দিলেন তিনি।
লাদাখে চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ গিয়েছে এ রাজ্যের বাসিন্দা দুই জওয়ানের৷ নিহত জওয়ানদের প্রতি শোকজ্ঞাপন করে শহিদ পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শহিদ দুই জওয়ানের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের পাশাপাশি পরিবারের একজনকে সরকারি চাকরি দেবে রাজ্য সরকার৷
এদিন নিজের ট্যুইটারে অ্যাকাউন্টে এই ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। লাদাখে চিনা সেনাদের অতর্কিত হামলার শহিদ হয়েছেন বাংলার দুই জওয়ান। তাঁদের মধ্যে রয়েছেন বীরভূমের মহম্মদবাজারের বাসিন্দা রাজেশ ওরাং এবং আলিপুরদুয়ারের শামুকতলার বাসিন্দা বিপুল রায়৷
নদী থেকে উদ্ধার চা শ্রমিকের মৃতদেহ, মাথায় আঘাতের চিহ্ন
মুখ্যমন্ত্রী ট্যুইটারে লেখেন, ‘গালওয়ান উপত্যকায় বীর শহিদদের পরিবারকে আমার আন্তরিক সমবেদনা জানাই ৷ অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি, তাঁদের মধ্যে দু’ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা৷ বীরভূমের মহম্মদবাজারের বাসিন্দা রাজেশ ওরাং এবং আলিপুরদুয়ারের বিপুল রায়৷ দেশের জন্য তাঁরা যে চূড়ান্ত বলিদান দিয়েছেন বা শোকস্তব্ধ পরিবারগুলির যে ক্ষতি হয়েছে তার বিনিময়ে কোনও ক্ষতিপূরণই যথেষ্ট নয়৷ কিন্তু এই কঠিন সময়ে আমরা আমাদের ভূমিপূত্রদের প্রিয়জনদের পাশে আছি৷ সেই কারণেই আমরা পশ্চিমবঙ্গ সরকারের তরফে তাঁদের পরিবারের একজনকে চাকরি এবং পাঁচ লক্ষ টাকা করে দেব৷’
সোমবার রাতে গালোয়ান উপত্যকায় অতর্কিতে ভারতীয় সেনার উপর আক্রমণ চালায় চিনের সেনা। চিনা বাহিনীর সঙ্গে হামলায় ইতিমধ্যেই ২০ ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন বলে দাবি করেছে সংবাদ সংস্থা এএনআই।
সরকারি সূত্রে জানা যাচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। গুরুতর জখম কমপক্ষে ১৭।
ভারতীয় সেনার তরফে এ দিন জানানো হয়, পারস্পরিক শান্তি চুক্তি মেনে সেনা সরিয়ে আনা হয়। সেনা সূত্রে খবর, গোলাগুলি নয়, পাথর, রড নিয়ে হামলা চালায় চিনের জওয়ানরা। পাল্টা জবাব দেয় ভারতও। চিনের তরফে দাবি করা হয়েছে, তাদের ৫ জওয়ান নিহত হয়েছে।