তাম্রলিপ্ত পৌরসভার পাশেই করোনা আক্রান্তের হদিস, রবিবার পর্যন্ত বন্ধ দোকানপাট

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তমলুক শহরে এক যুবকের করোনা আক্রান্তের ঘটনায় তাম্রলিপ্ত পৌরসভা সহ দোকানপাট আগামী রবিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল তাম্রলিপ্ত পৌরসভা।

মহারাষ্ট্র থেকে বাড়ি ফেরা তমলুক শহরের এক বাসিন্দার লালারসের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আশায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তমলুক শহর এলাকায়।

তড়িঘড়ি পাঁশকুড়া বড়মা করোনা হাসপাতালে ভর্তি করা হয়। তাম্রলিপ্ত পৌরসভার পাশেই ২৪ বছরের এই যুবকের বাড়ি। কাজের সূত্রে মহারাষ্ট্রে থাকতেন।

মহারাষ্ট্রে ওই যুবক ফুলের ব্যবসা করতেন। গত তিনদিন আগে মহারাষ্ট্র থেকে আকাশপথে কলকাতায় আসে।

করোনা বৈঠকে যোগ না দিলেও লাদাখ ইস্যুতে কেন্দ্রের পাশে মমতা

সেখান থেকে সোজা তমলুকের বাড়ি। বাড়িতে থাকাকালীন লালা রসের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। গতকালই নমুনার রিপোর্ট পজেটিভ ধরা পড়ে।

তমলুক শহরে এই প্রথম করোনা আক্রান্তের হদিশ পাওয়ায় আতঙ্কিত তমলুক শহরবাসী। বাড়িতে থাকা ওই যুবকের মা ও বাবার আজ নমুনা পরীক্ষা করা হয়।

এই ঘটনার ফলে তাম্রলিপ্ত পৌরসভা সহ স্টিমার ঘাট থেকে জেলখানার মোড় পর্যন্ত প্রায় ৫০০ মিটার সমস্ত দোকানপাট আগামী রবিবার পর্যন্ত বন্ধ রাখার আবেদন জানিয়েছে তাম্রলিপ্ত পৌরসভা।

আজ সকাল থেকে সমস্ত এলাকায় চলছে স্যানিটাইজেশনের কাজ। আজ নতুন করে তমলুক শহর এলাকায় ১৩ জনের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট