ন্যূনতম ভাড়া ৫০ টাকা করার দাবি বিটিএ-র

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বেসরকারি বাসের পথে হেঁটে ভাড়া বাড়ানোর দাবি এবার ট্যাক্সি সংগঠনগুলির। তাঁদের দাবি ট্যাক্সিতে উঠলেই এখন থেকে দিতে হবে ৫০ টাকা।

বৃহস্পতিবার ট্যাক্সি সংগঠনগুলি ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে চিঠি পাঠায় রাজ্য পরিবহন দফতরে ৷ জানা গিয়েছে এখনই ভাড়া বাড়ানোর পক্ষপাতী নয় রাজ্য পরিবহন দফতর। আর তাতেই হুমকি, ভাড়া না বাড়ালে তাদের পক্ষেও ট্যাক্সি চালানো সম্ভব নয়।

বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের নেতা বিমল গুহ জানিয়েছেন, “আমরা অনেক আগেই রাজ্য সরকারকে ভাড়া বাড়াতে বলেছিলাম। যদিও আমাদের কথা শোনা হয়নি। রাজ্যের অনুরোধে আমরা রাস্তায় গাড়ি নামিয়েছি। পুরনো ভাড়াতেই গাড়ি চালাতে হচ্ছে। কিন্তু যে ভাবে জ্বালানির দাম বেড়েছে তাতে আমাদের পক্ষে আর গাড়ি চালানো সম্ভব নয়।”

ট্যাক্সি সংগঠনের তরফে এদিন হুমকির সুরে জানানো হয়েছে, আগামী ২৫ তারিখের মধ্যে ভাড়া না বাড়ালে ২৬ তারিখ থেকে তারা রাস্তায় গাড়ি নামাবে না।

লক ডাউন পূর্ব ও পরবর্তী অধ্যায়ে যত সংখ্যক ট্যাক্সি রাস্তায় নেমেছে তাতে যাত্রী প্রায় হচ্ছে না বললেই চলে। এর মধ্যে ৩০ টাকার ভাড়া ৫০ টাকা চাইলে আরও যাত্রী হবে না বলেই মনে করছে একাংশ।

তবে ভাড়া বাড়ানোর দাবিতে অনড় অন্যতম ট্যাক্সি সংগঠন বিটিএ। শহরের বাকি দুই ট্যাক্সি সংগঠন অবশ্য গাড়ি না চালানোর কোনও কথা বলেনি। তবে তারা জানিয়েছেন, বাস্তব পরিস্থিতি মেনে নিয়েই ভাড়া বাড়ানো উচিত।

সর্বদলীয় বৈঠকে আমন্ত্রিত নেই আপ ও আরজেডি

ভাড়া বাড়াতে হবে এই দাবিতে গত ২০ দিন ধরে সরব হয়েছে বেসরকারি বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা। তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই ভাড়া নির্ধারণের জন্য রেগুলেটরি কমিটি গঠন করেছে।

তিন সদস্যের এই কমিটি ইতিমধ্যেই ভাড়া সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দিয়েছে পরিবহন দফতরে৷ তার পরিপ্রেক্ষিতেই আলোচনা চলছে। এরই মধ্যে বেসরকারি বাস মালিক ও ভলভো বাসের মালিকরা রাজ্যের কাছে নতুন করে আবেদন করেছেন যাতে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত দ্রুত নেওয়া হয়।

কারণ গত দশ দিন ধরে লাগাতার যে ভাবে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলেছে তাতে কম ভাড়ায় যত আসন তত যাত্রী নিয়ে বাস চালানো মুশকিল হয়ে উঠেছে।

এবার বাসের সুরে দাবি দাওয়া পেশ করতে শুরু করল ট্যাক্সি সংগঠন। তাদের তরফ থেকে দাবি করা হয়েছে ৩০ টাকায় ট্যাক্সি চালানো সম্ভব নয়।

সম্পর্কিত পোস্ট