মহিষাদল রাজবাড়ীর লেথ উৎসব

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ৮৮ বছর আগে একবার রথের চাকা বন্ধ রাখা হয়। বিশ্ব জুড়ে করোনা পরিস্থিতি। করোনার হাত থেকে বাঁচতে এখন নানা বিধিনিষেধ। মানতে হবে সামাজিক দূরত্ব।

এই পরিস্থিতিতে এবার মহিষাদল রাজ পরিবারের ঐতিহ্যবাহী রথ উৎসবও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৪৩ বছর ধরে এই রথকে ঘিরে মহিষাদলের মানুষ উৎসবে মাততেন। রাজপরিবারের কূলদেবতা গোপালজিউ। তার সঙ্গে জগন্নাথকে নিয়ে রথ বের করা হয়।

নানা রাস্তা ঘুরে রথ পৌঁছয় গুণ্ডিচাবাড়ি। সেখানেই মাসির বাড়িতে গোপালজিউ আর জগন্নাথের সাত দিন বাস। এই সাতদিন ধরে চলে নানা পুজো পাঠ। এবার নিয়ম মেনে এই পুজোপাঠ হলেও, বন্ধ থাকবে রথযাত্রা ও উৎসব।

২৪৩ বছরের উৎসবে এই দ্বিতীয়বার জগন্নাথের রথ টানা হচ্ছে না মহিষাদল রাজবাড়িতে। তবে নিয়ম মেনে আগেরদিন লেথ উৎসব পালন করলো মহিষাদল রাজ পরিবার।

মন্দির থেকে শালগ্রাম শিলা নিয়ে এসে রথ সাজিয়ে পূজার্চনা করা হয় এদিন। প্রশাসনের পক্ষ থেকে বারবার ঘোষণা করা হয় অযথা ভিড় না করে দূরত্ব বজায় রেখেই এই মাঙ্গলিক অনুষ্ঠান দেখার জন্য।

সম্পর্কিত পোস্ট