শুরু হবে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ, ভাঙা হল ৫০ টিরও বেশী দোকান
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আবেদন নিবেদনের পরেও দাবি মানা হল না ব্যবসায়ীদের। সোমবার উচ্ছেদ অভিযান চালিয়ে দোকানের পসার ভাঙল প্রশাসন। কর্মহীন হয়ে পরায় ত্রিমোহীনিতে ক্ষোভ একাংশ ব্যবসায়ীদের।
জানা গিয়েছে, ৫১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য এদিন দক্ষিণ দিনাজপুর জেলার হিলির ত্রিমোহীনিতে চলে উচ্ছেদ অভিযান।
ওই এলাকার ধানহাটি থেকে ত্রিকোণ মোড় পর্যন্ত ৫০ টির বেশি দোকান সম্পূর্ণ ভাবে ভেঙে দেওয়া হয় যন্ত্র চালিয়ে৷ এতেই ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু ব্যবসায়ী।
গরিব কল্যাণ রোজগার যোজনা নিয়ে ট্যুইটারে মোদি সরকারকে বিঁধলেন অভিষেক
ত্রিমোহীনি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি অপূর্ব রতন দাস বলেন, দোকানদারদের জীবন জীবিকার স্বার্থে আমাদের দাবি মানা হল না। রাস্তা সম্প্রসারণ ও ড্রেনের জন্য ১৪ মিটার পর্যন্ত চিহ্নিত করেছিল কর্তৃপক্ষ। চিহ্নিত জায়গা পর্যন্ত ভাঙলেও দোকানগুলির কিছুটা করে অংশ থাকত। অন্তত পেট চলত তাদের।
তিনি বলেন, আমাদের দাবি ছিল, প্রয়োজনমত ১৪ মিটার জায়গায় নেওয়া হোক। এনিয়ে জেলা প্রশাসন, জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জন প্রতিনিধিদের কাছে লিখিত আবেদন দিয়েছিলাম। কিন্ত কেউ এই এলাকার ওই ব্যবসায়ীদের পাশে দাঁড়ালো না। কর্মহীন হয়ে পড়ল দোকান ব্যবসায়ীরা। এখন কি পদক্ষেপ নেওয়া হবে তা আলোচনা করা হচ্ছে।