কোভিড-১৯ এর পরীক্ষামূলক ওষুধ রেমডিসিভির তৈরির অনুমতি পেল হেটেরো
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভারতে কোভিড-১৯ এর পরীক্ষামূলক ওষুধ রেমডিসিভির তৈরি এবং তা বাজারজাত করার অনুমতি পেয়েছে ওষুধ কোম্পানি হেটেরো।
প্রথম দফায় ২০,০০০ ওষুধ মহারাষ্ট্র এবং দিল্লি সহ পাঁচ রাজ্যে পাঠিয়েছে হেটেরো। দেশে সবথেকে বেশি করোনা আক্রান্তের নিরিখে মহারাষ্ট্র, দিল্লিই, গুজরাট, তামিল নাড়ু এবং তেলঙ্গানা প্রথম দফার ওষুধ পাবে।
দ্বিতীয় দফায় কলকাতা, ভোপাল, ইনদওর, লখনউ, পাটনা, ভূবনেশ্বর, রাঁচি, বিজয়ওয়াড়া, কোচি, ত্রিভানদম এবং গোয়া পাবে রেমডিসিভির।
শুধু সরকারি হাসপাতাল এবং সরকারের তরফেই মিলবে এই ওষুধ বলে জানিয়েছেন হেটেরো সংস্থার এমডি বংশীকৃষ্ণ বান্দি। ১০০ মিলিগ্রামের একটা পাতার দাম ভারতীয় বাজারে পড়বে ৫৪০০ টাকা।
প্রয়াত সাহিত্যিক ও সাংবাদিক নিমাই ভট্টাচার্য
আগামী চার সপ্তাহের মধ্যে এক লক্ষ ওষুধের পাতা তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে হেটেরো। সারা দেশের রোগীরা যাতে দ্রুত এই ওষুধ পায় তার ব্যবস্থা করা হচ্ছে বলেও চালানো হয়েছে সংস্থার তরফে।
অন্য একটি ওষুধ কোম্পানি সিপলাও রেমডিসিভিরের প্রস্তুতকারক সংস্থা মার্কিন কোম্পানি গাইলেড সায়েন্সের সঙ্গে লাইসেন্সিং চুক্তি করেছে যাতে দেশে এই ওষুধ তারাও তৈরি করতে পারে। সিপলার তরফে জানানো হয়েছে,এই ওষুধ তারা ৫০০০ টাকার কমে বাজারে নিয়ে আসবে।