করোনা মোকাবিলায় পুলিশের ভূমিকাকে কুর্নিশ, খোলা চিঠি মুখ্যমন্ত্রীর
দ্য কোয়ারি ওয়েব়ডেস্কঃ করোনা মহামারী ও ঘূর্ণিঝড় আমফান মোকাবিলায় পুলিশকর্মীদের অবদান অনস্বীকার্য। লকডাউন মানাতে বিভিন্ন সময়ে বিভিন্ন ভূমিকায় দেখা গেছে পুলিশ কর্মীদের।
কখনও কখনও লাঠি হাতে জনসচেতনতার পাশাপাশি গান গেয়ে মানুষকে সচেতন করতেও দেখা গেছে পুলিশকে। যদিও তাঁদের এই ভূমিকায় অনেকসময়ই রুষ্ট হয়েছেন আমজনতা। প্রকাশ্যে পুলিশের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে সাধারণ মানুষকে।
যদিও এবার পুলিশ কর্মীদের কাজকে স্বীকৃতি দিয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী তাদের কুর্নিশ জানিয়ে খোলা চিঠি লিখেছেন।
১২ অগাস্ট পর্যন্ত দেশে বন্ধ রেল চলাচল, সিদ্ধান্ত রেলমন্ত্রকের
রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্রকে পাঠানো ওই চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, এই সঙ্কটের সময়ে রাজ্য পুলিশের এই উদ্যোগ প্রশংসনীয়। যেভাবে রাজ্যের প্রতিটি কোণায় পুলিশকর্মীরা কাজ করেছেন, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।
এছাড়াও, সবরকম পরিস্থিতি সামাল দিতে যেভাবে অফিসার থেকে একেবারে নীচুতলার কর্মীরাও দিনরাত পরিশ্রম করেছেন তা প্রশংসার যোগ্য।
মুখ্যমন্ত্রী একইসঙ্গে জানিয়েছেন, পুলিশ আধিকারিকদের পাশাপাশি, তাঁদের স্ত্রী’রাও যেভাবে এগিয়ে এসেছেন, তা অভূতপূর্ব। রাজ্যের এই দুর্দিনে সকলেই এগিয়ে এসেছেন রাজ্যের পাশে। যার জন্য রাজ্য সরকার সকলের কাছেই কৃতজ্ঞ।