অর্জুনের লক্ষ্য-ভেদঃ যুবশক্তি কর্মসূচীতে যুব সমাজের সাড়ায় আপ্লুত অভিষেক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সামাজিক প্রেক্ষিতে রাজনীতি ভুলে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ‘বাংলার যুবশক্তি’ নামে ‘অরাজনৈতিক’ কর্মসূচি নিয়েছে তৃণমূল যুব কংগ্রেস।

শুরু থেকেই এই কর্মসূচি বাংলার যুব সমাজে ব্যাপক প্রভাব ভেডেছে। আর তার প্রমাণ পাওয়া গেল মাত্র ১৩ দিনেই। এই সময়ের মধ্যেই নির্দিষ্ট ওয়েবসাইটে ১ লক্ষ আবেদন জমা পড়েছে। এতে রীতিমতো উচ্ছ্বসিত তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ট্যুইট করে অভিষেক লেখেন, ‘বাংলার যুবশক্তি’ নামের ওই কর্মসূচিতে যা প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে, তাতে আমি আপ্লুত। মাত্র ১৩ দিনে ১ লক্ষের বেশি যুবরা নিজের নাম নথিভুক্ত করিয়েছেন। যে টার্গেট নেওয়া হয়েছিল ৩০ দিনের জন্যে।তা পূর্ণ হয়েছে এই স্বল্প সময়েই। আমি গোটা বাংলার যুব শক্তিকেই এগিয়ে আসতে বলব। আমি অত্যন্ত আনন্দিত এই দুঃসময়ে যুব সম্প্রদায় মানুষের পাশে দাঁড়াতে চাইছে দেখে। এটাই বাংলার যুবদের শক্তি।

রাজ্যের ১৫ টি জেলায় বজ্রপাতের পূর্বাভাস, লাল সতর্কতা উত্তরবঙ্গের ৫ জেলায়

পরিসংখ্যান দিয়ে তিনি দেখিয়েছেন, ১৩ দিনের মধ্যেই প্রায় ১০২২১২ যুবক-যুবতী ওই কর্মসূচিতে যোগ দিতে রেজিস্ট্রেশন করিয়েছেন।

৩৩৯ টি ব্লক ও ২৩০টি টাউন থেকে মানুষ রেজিস্ট্রেশন করিয়েছেন। তাঁদের সকলকেই ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল যুব সভাপতি।

তৃণমূল সূত্রে খবর, সাধারণ মানুষ খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা-সহ যে কোনও ধরনের সমস্যায় পড়লে সাহায্য করতে এগিয়ে যাবেন ‘বাংলার যুবশক্তি’ সদস্যরা।

রাজ্যজুড়ে এক মাসে এক লক্ষ তরুণ-তরুণীকে এই কর্মসূচির  আওতায় নিয়ে আসতে চেয়েছিল তৃণমূল নেতৃত্ব।এখন চলছে রেজিস্ট্রেশন-পর্ব।এখন দেখার রেজিস্ট্রেশন পর্ব শেষ হওয়া পর্যন্ত কত সংখ্যক যুবক-যুবতী এই কর্মসূচিতে যুক্ত হয়।

সম্পর্কিত পোস্ট