কেন্দ্রের বঞ্চনায় কথা এবার বাড়ি বাড়ি নিয়ে যাবে তৃণমূল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কলকাতায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার কর্মসূচি নিল দক্ষিণ কলকাতা তৃণমূল। শনিবার একথা বলেন দক্ষিণ কলকাতা তৃণমূল সভাপতি দেবাশিস কুমার।
এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমফানে বাংলায় ক্ষতি হয়েছে ১ লক্ষ হাজার কোটি টাকার বেশি। কিন্তু মোদি সরকার মাত্র ১ হাজার কোটি টাকা দিয়েছে, প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। রাজ্য সরকার কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে রয়েছে কিন্তু বাংলাকে কোনও সাহায্যই করছে না। তার বদলে রাজনীতি করছে।
তিনি বলেন, বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা করলে মানুষ তা মানবে না। আর কেন্দ্রীয় সরকার সবকিছুতেই বাংলার সঙ্গে বঞ্চনা করছে।
জানিয়েছেন, কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে তৃণমূল এবার মানুষের বাড়িবাড়ি গিয়ে প্রচার করবে। একইভাবে উত্তর কলকাতা জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অতীন ঘোষও এদিন সাংবাদিকদের মুখোমুখী হন।
৩ জুলাই সাংসদ, বিধায়ক, জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক মমতার
তাঁর অভিযোগ,সারা বিশ্ব জুড়ে যখন জ্বালানির দাম কমেছে, তখন ঠিক উল্টো পথে হেঁটে করোনা আবহে এক কঠিন পরিস্থিতির মধ্যে ভারতে জ্বালানির দাম লাগাতার ভাবে বৃদ্ধি পাচ্ছে। একটানা ২১ দিন দেশজুড়ে পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এতে সাধারণ মানুষের সমস্যা বাড়ছে, অর্থ সঙ্কটের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হচ্ছে। আর কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে একেবারে উদাসীন।
একইসঙ্গে অতীনবাবু জানান, এখনও পর্যন্ত ১৩.৮৪ লক্ষ পরিযায়ী শ্রমিক ফিরেছে রাজ্যে। তা সত্বেও রাজ্যকে উপেক্ষা এবং অবমাননা করে কেন্দ্রীয় সরকার পরিকল্পিত ভাবে পশ্চিমবঙ্গকে এই যোজনা থেকে দূরে রেখেছে।