শহীদদের সেলাম , বয়কট চীনা দ্ৰব্য
রাহুল গুপ্ত
সম্প্রতি শহীদ হয়েছেন ভারত মায়ের বীর সৈনিকরা। তাঁদের আত্মবলিদান মনে রাখবে সারাদেশবাসী।
ভারত চীনের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে দ্রুত। ক্রমশই যুদ্ধের আবহ , সঙ্গে গোটা বিশ্বে করোনা কাঁটা। চিনকেই ধরা হয়েছে এই মহামারীর মাস্টার মাইন্ড।
এই পরিস্থিতিতে গোটা দেশ গর্জে উঠেছে । চারিদিকেই চীন দ্রব্য বয়কটের স্লোগান , আন্দোলন – BJMTU er তরুণ তুর্কি -শ্রমিক নেতা দেব্যজিৎ কর নামলেন এর প্রতিবাদে রাস্তায় ।
দরজায় কড়া নাড়ছে পঙ্গপাল, আতঙ্কে দিল্লিতে জারি হাই-অ্যালার্ট
কলকাতা পুরসভার ৭৯ ও ৮০ নম্বর ওয়ার্ডে হয়ে গেলো শহীদ স্মরণ অনুষ্ঠান। বীর সৈনিকদের উদ্দেশে প্রদীপ জ্বালানো সঙ্গে ফুল নিবেদন করা হয় এদিন। সঙ্গে চীন দ্রব্য বয়কটের আওয়াজ তোলেন দেব্যজ্যোতিবাবু।
তিনি বলেন ” এই পরিস্থিতিতে আজ রাজনীতি নয়, আসুন সবাই রাজনৈতিক রং ভুলে এই প্রতিবাদে সামিল হই ।”
এদিনের এই অনুষ্ঠানে কলকাতা পোর্ট অঞ্চলের অসংখ্য শ্রমিক মানুষ এই কার্যক্রমে অংশ নেন।