পাকিস্তান স্টক এক্সচেঞ্জে ২৬/১১ কায়দায় ভয়াবহ জঙ্গি হানা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পাকিস্তান স্টক এক্সচেঞ্জে ২৬/১১ কায়দায় ভয়াবহ জঙ্গি হানা।করাচি স্টক এক্সচেঞ্জে হামলা চালায় একদল জঙ্গি। এখনও অবধি খবর অনুযায়ী মৃত ২।
আহত অনেক। বাড়তে পারে মৃতের সংখ্যা। আশঙ্কায় পাক সরকার।একেবারে ২৬/১১ কায়দায় হামলা। ভিতর থেকে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। বিল্ডিংয়ের বাইরে কিছুজনকে ফায়ারিং চালাতে দেখা যাচ্ছে।
পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যমের কথা উল্লেখ করে খবর সামনে এনেছে সংবাদসংস্থা এএনআই।স্থানীয় পুলিশ সুত্রের খবর, এখনও অবধি চার জঙ্গিকে খতম করা গেছে।
এখনও অবধি পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।সুত্রের খবর, স্টক এক্সচেঞ্জ এর মেইন গেটে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা ।
গণবন্টনকে অভিযোগমুক্ত করতে একগুচ্ছ পদক্ষেপ খাদ্যমন্ত্রীর
তারপর বিল্ডিংয়ের ভিতর ঢুকে গুলি চালাতে থাকে তারা।স্থানীয় পুলিশের বক্তব্য অনুযায়ী, গোটা এলাকা সিল করে দেওয়া হয়েছে। এখনও অবধি কেউ লুকিয়ে রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
গোটা ঘটনার দায় বালোচ লিবারেশন আর্মি নিয়েছে বলে জানা গিয়েছে। ক্রমাগত বেড়ে চলেছে আহতের সংখ্যা। ঘটনাস্থলে উপস্তজিত হয়েছে পাকিস্তানের সামাজিক সংগঠন এডি ফাউন্ডেশনের সদস্যরা।
https://twitter.com/Natsecjeff/status/1277476704362037254?s=09
Jahanam wasil to all 4 terrorists Karachi Stock Exchange#Karachi pic.twitter.com/vk8B3lL7Cv
— AThar 🍂 (@Leo__weirdo) June 29, 2020
Firing at #Karachi stock exchange- 5 deaths reported Police said the incident took place near the main gate of the PSX as firing continues. The surrounding areas have been sealed by police and Rangers personnel. pic.twitter.com/kWKTXtzWlV
— Utkarsh Singh (@utkarshs88) June 29, 2020