গরীব কল্যাণ যোজনার বিস্তার. নভেম্বর অবধি দেওয়া হবে ফ্রি রেশনঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী ১ লা জুলাই থেকে শুরু হচ্ছে আনলক-২। দেশজুড়ে নতুন করে আর লকডাউন হচ্ছে না, তা আগেই স্পষ্ট করে দিয়েছিলন কেন্দ্র। আনলক-২ পর্যায়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী গরিব কল্যান অন্ন যোজনা অনুসারে আগামী নভেম্বর মাস অবধি ৮০ কোটি ভারতীয়কে ফ্রি রেশন ব্যবস্থার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মাথাপিছু প্রত্যেক পরিবারের সদস্যদের ৫ কিলো করে চাল অথবা গম এবং ১ কিলো করে ডাল দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি।
জুলাই মাসের শেষ থেকে উৎসবের শুরু। এরপর একাধিক উৎসবে খরচ বেশী হয়। সেই কথা মাথায় রেখেই এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে উল্লেখযোগ্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।
এর জন্য সরকারের খরচ হবে ৯০ কোটি টাকা। এই যোজনা অনুযায়ী সরকারের খরচ হবে প্রায় দেড় লক্ষ কোটি টাকা।
ঘাটবাওর গ্রাম পঞ্চায়েতের সামনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
আনলক ওয়ান পর্ব শুরু হওয়া থেকে মানুষের মধ্যে সাবধানতা কমে গিয়েছে। দেশের নাগরিকদের এবিষয়ে সচেতন হওয়ার বার্তা মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্যে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পাশপাশি এই সময় কনটেইনমেন্ট জোন গুলির ওপর আরও নজর রাখার আর্জি জানালেন তিনি।
লকডাউন পর্বে মাস্ক এবং সামাজিক দুরত্ব বজায় রাখলেও আনলক পর্বে তা অনেকটাই কমে গিয়েছে।
এদিন পরিযায়ী শ্রমিকদের কাজের বন্দোবস্ত করতে ৫০ হাজার কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা করলেন তিনি।
দেশে ৯ কোটি কৃষকের একাউন্টে প্রায় ১৮ হাজার কোটি টাকা জমা পড়েছে। এর জন্য বিভিন্ন বিভাগে করদাতাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী দিনে ভারতকে আরও বেশী করে আত্মনির্ভর করে তোলার জন্য করদাতাদের গুরুত্বপূর্ণ ভুমিকা থাকবে বলে জানালেন তিনি।