চিকিৎসক পরিচয়ে টাকা হাতানোর দায়ে ল্যাম্প পোস্টে বেঁধে গণধোলাই

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  লকডাউনের সময় চিকিৎসার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগে ল্যাম্প পোস্টে বেঁধে গণধোলাইয়ের অভিযোগ অভিযুক্তকে। অভিযুক্তের নাম সৌরভ বিশ্বাস।

মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা। অভিযুক্ত দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর টংতলার কাছে একটি বাড়িতে বছরখানেক ধরে ঘর ভাড়া নিয়ে একাই থাকতো।

মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে বারুইপুরে দীঘির সান এলাকায় গণধোলাই দেয় উত্তেজিত জনতা। এরপরই পুলিশ তাকে উদ্ধার করে ও গ্রেফতার করে।

কড়া সুরক্ষা বিধি মেনে ১০০ দিনের মাথায় খুলল কালীঘাট মন্দির

প্রতারিত গৃহবধূ আরতী নস্করের অভিযোগ, দীর্ঘ কয়েকমাস ধরে তার অসুস্থ শ্বশুরের চিকিৎসার জন্য টাকা হাতিয়েছে সৌরভ। নিজেকে সে পিজি হাসপাতালের চিকিৎসকের পরিচয় দেয়।

পাশাপাশি তাদের পরিবারের সমস্ত সদস্যের অনুপস্থিতির সুযোগ নিয়ে ঘরের চাবি নকল করে আলমারি থেকে সোনার গহনা ও নগদ টাকাও হাতিয়েছে।যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে দাবি করেন ওই গৃহবধু।

কিন্তু স্থানীয় বেশ কয়েকটি গ্রামে একইভাবে বহু মানুষের কাছে ভুয়ো ডাক্তারের পরিচয় দিয়ে প্রায় লক্ষাধিক টাকা হাতানোর খবর জানতে পেরে তার বিরুদ্ধে বারইপুর থানায় অভিযোগ জানান আরতী নস্করের পরিবার।

সম্পর্কিত পোস্ট