মোস্ট ওয়ান্টেড দুস্কৃতীদের পাকড়াও করতে গিয়ে নিহত ৮ পুলিশ কর্মী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এলাকার মোস্ট ওয়ান্টেডকে পাকড়াও করতে গিয়ে দুষ্কৃতিদের হাতে নিহত আট পুলিশ অফিসার। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর কানপুরের বিকারু গ্রামে।

এক ডেপুটি পুলিশ সুপার, তিন সাব ইন্সপেক্টর এবং চার কনস্টেবলের মৃত্যুর খবর জানা গিয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

পুলিশ সুত্রের খবর, লখনৌ থেকে ১৫০ দুরে বিকারু গ্রামে পুলিশের ওয়ান্টেড লিস্টে থাকা বিকাশ দুবেকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ বাহিনী। সম্প্রতি একটি খুনের মামলায় নাম জড়ানোয় বিকাশকে ধরতে যায় পুলিশ।

কিন্তু গ্রামের মুখে ঢোকার আগেই পুলিশের রাস্তা আটকে দেওয়া হয় জেসিবি দিয়ে। গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গ্রামে ঢুকতেই এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতিকারী দল। সেখানেই মৃত্যু হয় ৮ পুলিশ কর্মীর।

উত্তরপ্রদেশের ডিজিপি এইসি অবস্তি জানিয়েছেন, গ্রামে ঢুকতেই ছাদ থেকে গুলি চালায় দুষ্কৃতিরা। তাতেই মৃত্যুর হয় পুলিশ কর্মীর।

পুলিশ সুত্রের খবর, গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে কনৌজ এবং কানপুর থেকে বিরাট পুলিশবাহিনী নিয়ে আসা হয়েছে। গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আহত চার পুলিশকর্মী। পুলিশের গুলিতে দুষ্কৃতিদের তিন জন খতম হয়েছে বলে জানা গিয়েছে। যদিও অভিযুক্ত বিকাশ এখনও অধরা।

সম্পর্কিত পোস্ট