প্রধানমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পর সীমান্তে উত্তেজনা প্রশমনের বার্তা বেজিং-এর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার সকালে লেহতে ভারতীয় সেনা ঘাঁটিতে পৌঁছে সারপ্রাইজ ভিজিট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে ছিলেন, চিফ অফ আর্মি স্টাফ বিপিন রাওয়াত।

তার কয়েক ঘন্টা পরেই ভারতীয় প্রধানমন্ত্রীর লেহ সফরের কথা উল্লেখ না করেও উত্তেজনা কমানোর বার্তা দিল বেজিং।

চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়াং জানিয়েছেন, লাদাখ সীমান্তে উত্তেজনার পারদ কমাতে দুই দেশের কুটনৈতিক এবং সামরিক স্তরে আলোচনা চলছে। এই অবস্থায় কোনও পক্ষ থেকেই এমন কিছু কাজ করা ঠিক নয় যাতে উত্তেজনা ফের বৃদ্ধি পায়।

কুটনৈতিক বিশেষজ্ঞদের মতে, ক্রমাগত লাল চোখ দেখিয়ে ভারতকে চাপে রাখার চেষ্টা করছে চিন। শুধুমাত্র জমি দখল নয়, ক্ষমতা প্রদর্শন করতে চায় লাল ফৌজ।

চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগণা, একদিনে রেকর্ড হারে বৃদ্ধি করোনা আক্রান্তের সংখ্যা

তাই এই কুটনৈতিক খেলায় শেষ চাল চাললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও প্রধানমন্ত্রীর লেহ সফরের পর চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের বিবৃতি অন্য রণনীতির ইঙ্গিত দিচ্ছে।

হতে পারে চিন পিছু হটে উত্তেজনা কমাতে চাইছে। অথবা প্রধানমন্ত্রীর সফরের পর লাল চোখ দেখিয়ে খানিকটা হুশিয়ারি জানাচ্ছে।

যদিও এর পাল্টা জবাবে দিল্লি যে চুপ থাকবে না তা বোঝাই যাচ্ছে। নতুন কোনও চাল চেলে বাজিমাত করতে চাইছে সাউথ ব্লক।

সম্পর্কিত পোস্ট