আমফানে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতি করছে তৃণমূল, সুটিয়া অঞ্চলে ডেপুটেশন বিজেপির
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আমফানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে পক্ষপাতিত্ব ও দুর্নীতি করছে তৃণমূল। বিজেপি মেম্বারদের দেওয়া নামের তালিকা থেকে দেখে দেখে বিজেপি সমর্থকদের নাম বাদ দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ তুলে ফের রাজ্য সরকারের বিরুদ্ধে সরব বিজেপি।
শুক্রবার ছয় দফার দাবিতে দুপুরে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার সুটিয়া অঞ্চলে অঞ্চল প্রধান মিহির বিশ্বাসের কাছে ডেপুটেশন জমা দেয় বিজেপি।
এদিন দুপুর থেকে সুটিয়া বাজারে অস্থায়ী মঞ্চ করে অবস্থান বিক্ষোভ চলছিল বিজেপির পক্ষ থেকে। কিছু সময় অবস্থান বিক্ষোভ চলার পর বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর সহ এলাকার বিজেপি নেতৃত্বের ৬ জনের একটি প্রতিনিধি দল গিয়ে অঞ্চল প্রধানের কাছে ডেপুটেশন দেন।
বর্ষায় ফুঁসছে তোর্ষা, ধরলা নদীর ওপর ভাঙল সেতু, বিপর্যস্ত কোচবিহার
ডেপুটেশনের দাবি প্রসঙ্গে সুটিয়া অঞ্চলের অঞ্চল প্রধান মিহির বিশ্বাস বলেন, বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ডেপুটেশন দিয়েছেন। আমাদের অঞ্চলের ক্ষতিপূরণ দেওয়া যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে সেই দুর্নীতির সঙ্গে বিজেপি মেম্বার যুক্ত আছেন বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে তাঁর যুক্তি, আফফানের ক্ষতিপূরণের যে লিস্ট করা হয়েছিল সেই লিস্ট সর্বদলীয়ভাবে এবং সর্বদলীয় স্বাক্ষরে বিডিও অফিসে জমা দেওয়া হয়েছে।