নাগরিক সুরক্ষায় প্রশাসনিক গলদের প্রশ্ন খারিজ করলেন উত্তর ২৪ পরগণা জেলা পুলিশ সুপার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বারাসাতে করোনা প্রতিরোধে পুলিশি গান্ধীগিরি তথাপি উঠছে নাগরিক সুরক্ষা সংক্রান্ত প্রশ্ন। নাগরিক সুরক্ষায় প্রশাসনিক ত্রুটির কথা মানতে নারাজ বারাসাত জেলা পুলিশের শীর্ষ আধিকারিক পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায়।
মাস্ক পরিধানে বারাসাতে পুলিশের গান্ধীগিরির দিন পুলিশের তৎপরতা আচমকা শুক্রবার দিনই লক্ষ্য করা যাচ্ছে,সম্প্রতি কিছু দিন করোনা মোকাবিলা অভিযানে পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছিল না – নাগরিকদের এমন অভিযোগকে নস্যাৎ করল জেলা পুলিশ।
বারাসাতে করোনা প্রতিরোধে পুলিশ নিষ্ক্রিয় একথা মানতে নারাজ বারাসাতের পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায়। তাঁর বক্তব্য, পুলিশি নজরদারী লাগাতার চলছেই। করোনা প্রতিরোধে সুরক্ষার দিক গুলিকে মানুষকে মেনে চলার জন্য সার্বিকভাবে উদ্যোগী করতে সচেতনতা কর্মসূচি পুলিশ জারী রেখেছে।
বারাসাত পৌরসভা এলাকায় আক্রান্তের সংখ্যা আতঙ্কের শীর্ষচূড়ায় পৌঁছনোর সঙ্গে সঙ্গে আবার কোমর বেঁধে নাগরিক সুরক্ষা সচেতনতায় নামল পুলিশ।