দক্ষিণ দিনাজপুরে একদিনে করোনা আক্রান্ত ৩০, তালিকায় রয়েছেন বিধায়কও
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক সহ দক্ষিণ দিনাজপুর জেলায় একদিনে করোনা আক্রান্ত ৩০ জন।
গত ৩০ জুন কুমারগঞ্জের বিধায়কের ট্রুনাট মেশিনে লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছিল ৷ সেইসময় তাঁর রিপোর্ট মিডিয়াম পজ়িটিভ আসে৷
পরে নিশ্চিত হওয়ার জন্য তাঁর নমুনা মালদা মেডিকেল কলেজে পাঠানো হয় ৷ সেই রিপোর্টই বুধবার রাতে আসে ৷ আর তাতেই নিশ্চিত হয় যে, তিনি করোনায় আক্রান্ত ৷
অন্য আক্রান্তদের মধ্যে সরকারি কর্মী, নেতা, আইনজীবী, সাফাই কর্মী ও সাধারণ মানুষ রয়েছেন। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে আসা সোয়াবের রিপোর্টে এমনটাই মিলেছে।
১১ ও ১৩ জুলাই দ্বাদশ ও দশম শ্রেণীর ফলপ্রকাশঃ সিবিএসই
জানা গিয়েছে, জেলার বালুরঘাট ব্লকেই সংক্রমিত ১৯ জন। যার মধ্যে পুরসভা এলাকায় ৮ জন এবং গ্রামীন এলাকার ১১ জন রয়েছেন।
পাশাপাশি বিধায়ক সহ কুমারগঞ্জ ব্লকে ৩ জন, গঙ্গারামপুর ব্লকে ৪ জন, তপনে ২, হরিরামপুরে ১ এবং কুশমন্ডি ব্লকে ১ জন সংক্রমিত।
গত ২,৪ এবং ৬ জুলাই এদের সোয়াব সংগ্রহ করা হয়েছিল। সংক্রমিত দের বেশিরভাগ উপসর্গহীন বলে খবর। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭৭ জন।যদিও ইতিমধ্যে ২১০ জন সুস্থ হয়ে উঠেছে ৷