শুরু লকডাউনঃ দিকে দিকে ব্যারিকেড, তৎপর প্রশাসন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতা-সহ রাজ্য জুড়ে কন্টেনমেন্ট জোনগুলিতে শুরু হল কঠোর লকডাউন। বৃহস্পতিবার নির্ধারিত সময় বিকেল পাঁচটা থেকে শুরু হওয়া এই লকডাউনের বিধিনিষেধ যাতে পালন করা হয়, সে দিকে কড়া দৃষ্টি পুলিশের।
লকডাউন শুরুর প্রথম কয়েক ঘন্টায় আংশিক প্রভাব পড়ল বারাসাতে।
বারাসাতে কন্টেন্টমেন্ট জোনে লকডাউন জারী হওয়ার আগে থেকেই প্রশাসন সার্বিক লকডাউনের জন্য মাইকে ঘোষণা করতে থাকে। বিকেলের পরে কন্টেন্টমেন্ট জোনে দোকানপাট বন্ধ হতে থাকলেও দু একটি দোকানকে ধীরে চলো নীতি নিতে দেখা গেছে।
বারাসাতের অন্যতম কন্টেন্টমেন্ট জোন ছোটবাজার এলাকাতে মিশ্র চিত্র দেখা গেল। ছোটোবাজারে রাস্তায় বিকেলের পরেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন কিছু মানুষ। কন্টেন্টমেন্ট জোনে যানবাহন সম্পূর্ণ নিয়ন্ত্রিত নয়।
করোনা রুখতে ফের স্যানিটাইজেশন নবান্নে
নিষেধাজ্ঞা কার্যকর হওয়া অংশে দোকানদার সমিতি প্রশাসনিক নিষেধাজ্ঞা মানতে উদ্যোগী। তাঁরা জানিয়েছেন কোনো দোকানপাটই খোলা থাকবে না। এই অঞ্চলে সামান্য দুএকটি ওষুধের দোকান এবং পথ পার্শ্বস্থ দুধ বা ফেরিওয়ালার পসরা খোলা।
কিন্তু কন্টেন্টমেন্ট জোনের মধ্যে চাপা আতঙ্ক থাকায় সন্ধ্যে গড়াতেই নেমে আসছে নিস্তব্ধতা। অন্যদিকে, বারাসাতের বেশ কিছু ওয়ার্ডে কন্টেন্টমেন্ট জোন ছাড়াও রয়েছে নন কন্টেন্টমেন্ট জোন।
যেখানে কন্টেন্টমেন্ট জোন নেই, নেই নিষেধাজ্ঞা, সেখানে বাজার ঘাট ও বেশিরভাগ দোকানপাট খোলা।
নন-কন্টেন্টমেন্ট জোনে দোকানদাররা জানিয়েছেন, প্রশাসন থেকে নিষেধাজ্ঞা না থাকায় দোকানপাট খোলা রাখছেন তাঁরা ।বারাসাতে জাতীয় সড়ক ও রাজ্য সড়ক দিয়ে চলেছে স্বাভাবিক পরিবহন। সামান্য কিছু অংশ বাদ দিলে বৃহস্পতিবার বিকেলের পর থেকে উত্তর চব্বিশ পরগনার জেলা সদর বারাসাতের সার্বিক চিত্র মোটের ওপর স্বাভাবিক।