আচমকা বদলি ! সরিয়ে দেওয়া হল উত্তর ২৪ পরগণা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তপন সাহাকে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ হঠাৎ করেই সরিয়ে দেওয়া হল উত্তর ২৪ পরগণা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তপন সাহাকে।

গত বুধবার নির্দেশিকা জারি করে এই গুরুত্বপূর্ণ পদ থেকে সংশ্লিষ্ট আধিকারিককে সরিয়ে স্বাস্থ্যভবনে বিশেষ পদে নিয়ে যাওয়া হয়। সেখানে বৃহস্পতিবার থেকে তিনি কাজে যোগও দিয়েছেন।

ওয়াকিবহাল মহলের মতে, রাজ্যের মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগণায় করোনা সংক্রমণ অত্যন্ত দ্রুতগতিতে বাড়ছে। তবে বৃদ্ধির হার উত্তর ২৪ পরগণায় সবচেয়ে বেশি।

প্রশাসনিক কর্তাদের মনে হয়েছে, তপন সাহা উত্তর ২৪ পরগণায় নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি। সেই কারণেই ক্রমশই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এই বদলিকে রুটিন বদলি বলেই অভিহিত করা হয়েছে।

শুরু লকডাউনঃ দিকে দিকে ব্যারিকেড, তৎপর প্রশাসন

কিন্তু করোনার সঙ্গে লড়াইয়ে যখন ফের কনটেনমেন্ট জোনে ৭ দিনের কড়া লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য, তখনই উত্তর ২৪ পরগণার মতো গুরুত্বপূর্ণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত স্বাভাবিক ও রুটিন হতে পারে না বলেই জানিয়েছে প্রশাসনের একাংশ।

আপাতত তপন সাহাকে স্বাস্থ্য দফতরের অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা পদে নিয়োগ করা হয়েছে। তাঁর জায়গায় মুখ্য স্বাস্থ্য অধিকর্তা পদে নিয়ে আসা হয়েছে তাপস কুমার রায়কে।

স্বাভাবিকভাবেই এই বদলি নিয়ে প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। নিজের কাজ করতে কি তপন সাহা এতটাই ব্যর্থ ছিলেন যে এই যুদ্ধকালীন পরিস্থিতিতেও তাঁকে বদল করতে হল।

অন্যদিকে, এদিনই স্বাস্থ্যভবনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এই জেলার মানুষের সুবিধার জন্য বারাসতের মেগাসিটি নার্সিংহোমকে কোভিড হাসপাতাল বলে ঘোষণা করল রাজ্য সরকার।

আপাতত ৫০ শয্যা নিয়ে এই হাসপাতাল কাজ শুরু করবে। তারপর ক্রমশই কিছু শয্যা সংখ্যা বাড়ানো হবে। বর্তমানে এই হাসপাতালে ৭টি আইসিইউ শয্যা, ৪টি ভেন্টিলেশন ও ৫টি এইচডিইউ শয্যা রয়েছে। রাজ্যের এই সিদ্ধান্তের ফলে অবশ্যই উপকার হবে ওই এলাকার মানুষদের। উল্লেখ্য, এই হাসপাতাল রাজ্যের ৮১তম কোভিড হাসপাতাল।

সম্পর্কিত পোস্ট