আত্মনির্ভর ভারতঃ এশিয়ার বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা অতিমারী মোকাবিলার মাঝেই নতুন বিপত্তি সীমান্তে চীনের আগ্রাসন। করোনা আবহের মাঝেই দেশবাসীকে আত্মনির্ভরতার পাঠ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই লক্ষ্যকে সামনে রেখেই এশিয়ার বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রেওয়ার সৌরপ্রকল্পে উপকৃত হবেন গরিব ও মধ্যবিত্ত শ্রেণি। সুবিধা পাবেন আদিবাসী এবং কৃষকরাও।আজ ৭৫০  মেগাওয়াটের সৌরপ্রকল্প উদ্বোধন করে প্রঘানমন্ত্রী বলেন, আত্মনির্ভর ভারত করতে হলে প্রয়োজন আত্মনির্ভর বিদ্যুৎ প্রকল্পও। আজ সেই লক্ষ্যে একধাপ এগিয়ে গেল ভারত।

একইসঙ্গে তিনি বলেন, এই সৌরবিদ্যুৎ শক্তি প্রকল্প উদ্বোধনে বিশ্বের শীর্ষ পাঁচ দেশের তালিকায় নাম লেখালো ভারত।

ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ছাড়াও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান । ছিলেন মধ্যপ্রদেশের রাজ্যপাল এবং অন্যান্য কেন্দ্রীয়মন্ত্রীরাও।

এই সোলার প্ল্যান্ট ৭৫০ মেগাওয়াট আল্ট্রা মেগা সোলার ক্ষমতা সম্পন্ন। এর আগে ভারতের সবচেয়ে বড় সোলার পার্কটি ছিল কর্ণাটকে।

দীর্ঘ ৩ মাস পর খুলল মদনমোহন মন্দির

প্রধানমন্ত্রীর কথায়,এশিয়ার সবচেয়ে বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন এবার থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এই প্রকল্পটিকে বাস্তবে রূপান্তরিত করতে খরচ হবে ৪৫০০ কোটি টাকা।

৫০০ হেক্টর জমির সৌর পার্কের মধ্যে তিনটি সৌরশক্তি উৎপাদন ইউনিট রয়েছে । প্রত্যেকটি ২৫০ মেগাওয়াটের । রাজ্যের বাইরেও অন্যান্য ক্ষেত্রেও বিদ্যুৎ সরবরাহ করবে এই প্রকল্প । দিল্লি মেট্রো এই প্রকল্প থেকে ২৪ শতাংশ বিদ্যুৎশক্তি পাবে

সম্পর্কিত পোস্ট