মহঃ মোক্তারের উপর অবিলম্বে জুলুম বন্ধ না হলে পথে নামবে প্রদেশ কংগ্রেস, হুঁশিয়ারী সোমেন মিত্রের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ “সারা বাংলার মতই মেটিয়াবুরুজে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এলাকা উত্তপ্ত হচ্ছে। এলাকা দখলের লড়াইয়ে জড়িয়ে পড়ছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন গোষ্ঠীর নেতারা। রাজ্য নেতারাও কোনো না কোনো গোষ্ঠীকে মদত দিচ্ছে। এর ফলেই এলাকার শান্তি বিনষ্ট হচ্ছে।”
শুক্রবার মেটিয়াবুরুজের গোষ্ঠীকোন্দল নিয়ে ঠিক এই ভাষাতেই ক্ষোভ উগরে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
করোন মোকাবিলা ও আমফানের দুর্নীতি প্রসঙ্গে রাজ্য সরকারের কাজে তোপ দেগে তিনি বলেন, রাজ্য সরকার যখন করোনা মোকাবিলায় ব্যর্থ হচ্ছে , যখন আমফান ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের টাকা নিয়ে চূড়ান্ত দুর্নীতি হচ্ছে , তখন তৃণমূলের এইরকম উপদলীয় সংঘর্ষে রাজ্য সরকারের দিশাহীনতাই প্রকাশ পাচ্ছে।
বারাসাতের মেগাসিটি নার্সিংহোমে করোনা চিকিৎসার প্রতিবাদে বিক্ষোভে সামিল ফরওয়ার্ড ব্লক
তাঁর কথায়, রাজ্য সরকার কায়দা করে সব জায়গাতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে বিরোধীদের নামে থানায় অভিযোগ জমা করছে। এই একই কায়দায় মেটিয়াবুরুজেও প্রদেশ কংগ্রেসের অন্যতম সহ সভাপতি মহঃ মোক্তারকে জড়িয়ে দেওয়া হয়েছে।
মেটিয়াবুরুজের ঘটনা নিয়ে রাজ্য সরকারকে এদিন একহাত নেন তিনি। তাঁর কথায়, রাত দেড়টায় অশান্তি শুরু হয়েছিল , তখন মহঃ মোক্তার তাঁর বাড়িতে ঘুমাচ্ছিলেন। তবুও তাঁর নামে কেস দেওয়া হল। বাড়িতে পুলিশ পাঠান হচ্ছে। বিনা দোষে তাঁকে এবং তাঁর পরিবারকে হেনস্থা করা হচ্ছে। এটি একটি রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা।
মোক্তারের উপর এই জুলুম বন্ধ না হলে রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারীও দেন তিনি। লকডাউনের সময় রাস্তায় নেমে আন্দোলন করতে নারাজ তিনি। কিন্তু তাঁর কথায়, আমরা রাস্তায় আন্দোলন করতে চাই না কিন্তু সরকার বাধ্য করছে আমাদের পথে নামতে।