আমফানের ক্ষতিপূরণ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে, পথে নামল তৃণমূল

দ্য কোয়ারি ওয়েবেডস্কঃ আমফানের ক্ষতিগ্রস্থের টাকা তৃণমূল-বিজেপি-সিপিএম-কংগ্রেস সকলেই পেয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে ।কেন তৃণমূলের নাম কালিমালিপ্ত করা হচ্ছে? এর প্রতিবাদে এবার পথে নামল তৃণমূল।

ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের পশ্চিম মামুদপুরে। আমফানের ক্ষতিগ্রস্ত এই গ্রামে ১৮১ জন কুড়ি হাজার টাকা করে ক্ষতিপূরণের টাকা পেয়েছে। তাদের মধ্যে রয়েছেন সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা।

তাদের মধ্যে বেছে বেছে ৩৫ জনের তৃণমূল কর্মী সমর্থকদের নামের তালিকা বের করে ছাপানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ।

কে বা কারা রাতের অন্ধকারে বেছে বেছে ৩৫ জন তৃণমূল কর্মী সমর্থকদের নামের লিস্ট কারোর বাড়ির দেওয়ালে, গাছের গায়ে, বিদ্যুতের খুঁটিতে পোস্টার লাগিয়ে দিয়েছে। বাকি ১৪৬ জনের নামের তালিকা কেন লাগানো হলো না এই নিয়ে ক্ষোভ উগরে হিঙ্গলগঞ্জ আঞ্চলিক তৃণমূলে নেতা অলক মন্ডল সহকর্মী সর্মথকরা।

বিকাশ দুবের মৃত্যু নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে পুলিশ

শুক্রবার তৃণমূল নেতৃত্বের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তৃণমূল কর্মী ও সমর্থক সহ গ্রামবাসীরা প্রতিবাদে সামিল হন। যেসব ক্ষতিগ্রস্তরা টাকা পেয়েছে তাদের কে নিয়ে মিছিল করে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত অফিসে প্রতিবাদ ও বিক্ষোভ ও পথসভা করেন।

হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান তন্দ্রানী মন্ডল ও পশ্চিম মামুদপুরের স্থানীয় মেম্বার বিনা রায় বলেন, ১৮১ জন আমফানের ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের ২০,০০০ টাকা করে পেয়েছেন। বিজেপি এটা নিয়ে নোংরা রাজনীতি করছে। বাকিদের নাম বাদ দিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের নাম টাঙানো হচ্ছে ।এর তদন্ত হওয়া উচিত।

তাদের দাবি সব রাজনৈতিক দল পেয়েছে কেন তৃণমূলের নামে কালিমালিপ্ত করা হচ্ছে? এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় হিঙ্গলগঞ্জ বিজেপি নেতৃত্ব।

সম্পর্কিত পোস্ট