‘জুম’ কে টেক্কা দিতে ‘দৃষ্টি’ , অ্যাপ বানিয়ে তাক লাগিয়ে দিল ঘাটালের কিশোর অর্ণব
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিনকয়েক আগেই পশ্চিম মেদিনীপুর জেলা সদরের এক কিশোর টিকটকের সমতুল্য “ইনোসেন্স” নামের একটি অ্যাপ বানিয়েছিল।যা সাড়া ফেলেছিল গোটা জেলা জুডে৷
এবার ভিডিয়ো কলিং অ্যাপ বানিয়ে তাক লাগিয়ে দিল ঘাটালের কিশোর অর্ণব মোদক ৷
জুম কে টেক্কা দিয়ে নয়া ভিডিও কলিং অ্যাপ এল গুগল প্লে স্টোরে। অ্যাপটির নাম দৃষ্টি। একসঙ্গে ১০ জন নয় বরং ১০০ জন মিলে একসঙ্গে কথা বলতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।
অ্যাপটি বানিয়ে কিস্তিমাত করেছে ঘাটালের কিশোর অর্ণব মোদক। চলতি বছরেই ঘাটালের জলসরা হাইস্কুল থেকে মাধ্যমিক দিয়েছে সে। তারই এই কীর্তি তাক লাগিয়ে দিয়েছে সকলকে।
অর্ণবের পরিবার সূত্রে জানা গেছে, কয়েকমাস আগেই তাদের বাড়িতে কম্পিউটার এসেছে। তার আগে সাইবার ক্যাফেতে গিয়ে সফটয়্যার নিয়ে চর্চা সে।যদিও সফটওয়্যার প্রোগ্রামিং নিয়ে প্রথাগত পড়াশোনা তার নেই।
আমফানের ক্ষতিপূরণ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে, পথে নামল তৃণমূল
ইন্টারনেট মাধ্যমে সে এই বয়সেই রপ্ত করে ফেলেছে অ্যাপ তৈরীর কৌশল। বৃহস্পতিবার গুগল সেই অ্যাপকে অনুমোদন দিয়ে প্লে স্টোরে ছেড়েছে। মোবাইল অ্যাপের রেটিং সংস্থা ইন্টারন্যাশনাল এজ রেটিং কোয়ালিশন (IARC) শুরুতেই অ্যাপটিকে 3.5 রেটিং দিয়েছে।
অর্ণবের কথায়, অ্যাপ তৈরির প্রবল ইচ্ছা ছোট থেকেই৷ এই অ্যাপে একসঙ্গে ১০০ জন কথা বলতে পারবে। পাশাপাশি সুরক্ষিত থাকবে ব্যক্তিগত তথ্যও।
অর্ণব আরও বলে, অ্যাপটাকে আরও উঁচুতে নিয়ে যাওয়া, নতুন ফিচার যোগ করাই লক্ষ্য এখন তার একমাত্র লক্ষ্য। দিন কয়েক আগেই কয়েকটি অ্যাপের মাধ্যমে তথ্য চুরি সহ নানা অভিযোগ উঠছিল৷ সেই বিষয়টি গুরুত্ব দিয়েই সম্পূর্ণ দেশীয় ও সুরক্ষিত এই অ্যাপ বানানো।