ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের একাংশে এবার কোয়ারেন্টাইন সেন্টার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা মোকাবিলায় আগেই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় রাজ্যকে প্রস্তাব দিয়েছিলেন যাতে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামকে অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করা যায়।
এখন সেই প্রস্তাবে সাড়া দিল কলকাতা পুলিশ। লালবাজার সাময়িকভাবে স্টেডিয়ামের একাংশ নিতে চলেছে। শুক্রবারই কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (হেডকোয়াটার) ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার কাছে একটি চিঠি দিয়েছেন।
লালবাজারের পক্ষ থেকে ওই চিঠিতে বলা হয়েছে, করোনা মোকাবিলায় আক্রান্ত হওয়া পুলিশকর্মীদের আইসোলেশন করে রাখার জন্য ইডেন গার্ডেন্সের একাংশ সাময়িকভাবে প্রয়োজন।
প্রসঙ্গত রাজ্য জুড়ে রোজ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যায বাদ যাচ্ছেন না পুলিশ কর্মীরাও। এবার করোনা আক্রান্ত কসবা থানার ৭ জন পুলিশ কর্মী। তাদের মধ্যে ১ জন সাব ইন্সপেক্টর, ৩ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ২ জন কনস্টেবল ও ১ জন সিভিক ভলান্টিয়ার রয়েছেন বলে জানা গিয়েছে।
বেসরকারি বাসেই লুকিয়ে বিপদ
শুধুমাত্র কলকাতা নয়, জেলার থানাগুলিতেও আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ইতিমধ্যেই আক্রান্ত হয়ে কলকাতায় দুই পুলিশকর্মীরও মৃত্যু হয়েছে। ৭ জুন কোভিড আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছিল শেক্সপিয়র সরণি থানার এক কনস্টেবলের।
১৩ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতা পুলিশের আরও এক কনস্টেবলের মৃত্যু হয়। ওই কনস্টেবলের নাম দিলীপ সরদার। বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর। তিনি শিয়ালদহ ট্রাফিক গার্ডে পোস্টেড ছিলেন।করোনায় আক্রান্ত হয়ে এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে হাওড়াতেও।
কলকাতা পুলিশ জানিয়েছে, ই, এফ, জি, এইচ এবং জে ব্লককে কোয়ারেন্টাইন সেন্টার করার জন্য বলা হয়েছে। যেহেতু ওই ব্লকগুলো রান্নাঘর সংলগ্ন তাই সেগুলোকেই কোয়ারেন্টাইনে সেন্টার হিসাবে নির্বাচন করা হয়েছে।
ইতিমধ্যেই শতাধিক পুলিশ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। তাদের আইসলেশন করে রাখার জন্যই এই উদ্যোগ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
অন্যদিকে পুলিশ মহলে একের পর এক আক্রান্তের খবর পাওয়ায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। নবান্নে বৈঠকে অনেকবার তিনি বলেছেন, পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষিত থাকতে হবে। নইলে অন্যদের সুরক্ষিত রাখা যাবে না। প্রশাসনের সঙ্গে যুক্ত কর্মীরা যাতে সবসময় মাস্ক ও প্রয়োজনীয় সুরক্ষা বজায় রাখেন, সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।