বিজেপি ও রাজভবনের অঙ্গুলী হেলনে বিপাকে ফিরহাদ, বিধায়ক পদ খারিজ নয় কেন? চিঠি কমিশনের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অতীতে বার বার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ উঠেছে, বিজেপি শীর্ষ নেতৃত্বের ইশারায় চলছে রাজভবন। আরও একবার তেমনই অভিযোগ উঠল রাজভবনের দিকে।

কারণ রাজ্যের শাসক দল মনে করছে, বিজেপির ইশারায় রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে বিপাকে ফেলার চেষ্টা হচ্ছে। আর অভিযোগ এর পেছনে হাত রয়েছে রাজভভনের বাসিন্দা তথা রাজ্যপাল জগদীপ ধনকরের।

জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে রাজ্যপালের অতিরিক্ত প্রধান সচিব সতীশ তিওয়ারি মুখ্য নির্বাচন কমিশনারকে গত ২২ জুন এই সংক্রান্ত একটি চিঠি দিয়েছিলেন।

সেখানে বলা হয় রাজ্যপাল জাগদীপ ধনকার , ফিরহাদ হাকিম দুটি লাভজনক পদের দায়িত্ব সামলাচ্ছেন বলে অভিযোগ পেয়েছেন। চিঠিতে সংবিধানের ১৯১ (১(এ) ধারায় ফিরহাদ হাকিমের বিধায়ক পদ খারিজ এর দাবি জানানো হয়।

উল্লেখ্য রাজভবনে গিয়ে এই দাবিও জানিয়ে এসেছিল বিজেপি নেতারা। আর এতেই রাজ্যপালের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ আরও একবার সামনে এসে পড়ল।

কাটল জট, আগামীকাল থেকে খুলছে ঠাকুরনগর ফুল বাজার

মূলতঃ চিঠি দিয়ে এই বিষয়ে কমিশনের মতামত জানতে চান রাজ্যপাল। এরপর কমিশন চিঠি দিয়ে রাজ্যের কাছে মোট ৯ টি বিষয় জানতে চেয়েছে।

কমিশন যে বিষয়গুলি জানতে চেয়েছে সেগুলির মধ্যে রয়েছে,

  • কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান হিসেবে ফিরহাদ হাকিম কোনও বেতন ভাতা পান কিনা,
  • কবে তার পদে বসার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে,
  • কি ধরনের কাজ তাকে করতে হয়,
  • পুর প্রশাসকের পদটি রাজ্য সরকারের অধীনে কিনা।
  • এছাড়াও নিয়োগকর্তা নিয়োগপত্র নিয়োগ পদ্ধতির বিস্তারিত বিবরণ সহ কি কি সুবিধা ফিরাদ হাকিম ভোগ করেন
  • লাভজনক পদ সংক্রান্ত আইনে কলকাতা পুর প্রশাসকের চেয়ারম্যান পদটি ছাড়ের তালিকায় রয়েছে কিনা।

উল্লেখ্য,কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরহাদ হাকিম একইসঙ্গে কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন। কিন্তু বোর্ডের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর কলকাতা পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যানের পদের দায়িত্বে তাঁকে বসানো হয়।

এখন নির্বাচন কমিশন জানতে চায়, তাতে নিয়ম লঙ্ঘন হয়েছে কিনা। পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যানের মত লাভজনক পদে বসার জন্য তার বিধায়ক পদ কেন খারিজ করা হবে না সেটা জানতে চেয়ে রাজ্যের মুখ্যসচিব রাজিব সিনহার কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।

যদিও রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা বলেছেন কমিশনের তরফ যে প্রশ্ন তোলা হয়েছে সেটা ভিত্তিহীন। সঠিক সময়ে চিঠির জবাব দেওয়া হবে।

এই বছর কলকাতা পুরনিগমের প্রশাসক পদটি তৈরি করা হয়েছে। করোনা পরিস্থিতির জন্য পুর নিগমের ভোট স্থগিত হয়ে যায়। ফলে রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে ফিরহাদ হাকিমকে পুর প্রশাসক হিসাবে নিযুক্ত করে।

এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, বিধায়ক পদ খারিজ এর কোনও কারণ নেই। পুর প্রশাসক পদের জন্য আমি বেতন ভাতা গাড়ি অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করিনা। জগদীপ ধানকর ও বিজেপি রাজ্য সরকার এবং কলকাতা পুর নিগমের কাজ ব্যাহত করার জন্য এই কাজ করেছে। আদালত দায়িত্ব পালন করতে নির্দেশ দিয়েছে। সেই মতো কাজ করছি।

সম্পর্কিত পোস্ট