সংক্রমণের আশঙ্কায় বন্ধ জিপিও সহ শহরের কয়েকটি ব্যাঙ্কের শাখা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভাইরাস সংক্রমণের আশঙ্কায় সােমবার ফের বন্ধ হল শহরের ঐতিহ্যবাহী জেনারেল পােস্ট অফিস ( জিপিও ) ।
জিপিও সূত্রেই জানা গিয়েছে , জীবানুমুক্ত করার জন্য সােমবার ও আগামীকাল মঙ্গলবার জিপিও বন্ধ রাখা হবে। জিপিওর এক কর্মী করােনা আক্রান্ত হয়ে পড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে ।
অন্যদিকে, একইকারণে শহরের বেশ কয়েকটি ব্যাঙ্কের শাখাও বন্ধ করা হয়েছে । বৌবাজারের ব্যাঙ্ক ইন্ডিয়া শাখা সহ এসবিআই , এলাহাবাদ ব্যাঙ্কের কয়েকটি শাখা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ।
বিজেপি ও রাজভবনের অঙ্গুলী হেলনে বিপাকে ফিরহাদ, বিধায়ক পদ খারিজ নয় কেন? চিঠি কমিশনের
ব্যাঙ্ক বিভিন্ন শাখা সূত্রে খবর , যে যে ব্যাঙ্কগুলি সাময়িকভাবে বন্ধ রেখে জীবানুমুক্ত করার কাজ করা হচ্ছে সেই সব শাখায় কোনও না কোনও কর্মীর করােনা সংক্রমণ হয়েছেন ।
এ প্রসঙ্গে ব্যাঙ্ক কর্মী সংগঠনের এক কর্মকর্তার কথায় , ব্যাঙ্কগুলোতে পঞ্চাশ শতাংশ কর্মী নিয়েই কাজ করা হােক । এই আবেদন তারা সংগঠনের পক্ষ থেকে ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলাের কাছে জানিয়েছেন