করোনা মোকাবিলাঃ কিশোরভারতী গীতাঞ্জলী স্টেডিয়ামে সেফহোম
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রোজ শহরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। অথচ হাসপাতালে বেড অপ্রতুল। এই পরিস্থিতিতে মৃদু উপসর্গ বা উপসর্গবিহীন রোগীদের চিকিৎসার জন্য আরও দুই স্টেডিয়াম নিতে চলেছে রাজ্য সরকার।
রাজ্য সরকার চাইছে সেফ হোমের সংখ্যা আরও বাড়াতে। সেই লক্ষ্যে যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়াম ও কসবার গীতাঞ্জলী স্টেডিয়ামে এবার তৈরি হচ্ছে সেফ হোম।
ইতিমধ্যেই কিশোর ভারতীর জন্য পূর্ত দফতরকে ও গীতাঞ্জলি স্টেডিয়ামকে সেফ হোম হিসেবে তৈরি করার জন্য কেএমডিএ-কে দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, এই দুই স্টেডিয়ামেই কম করে হাজারের বেশি রোগীকে রাখার বন্দোবস্ত করা যাবে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই ইডেন গার্ডেনের একটা অংশে কলকাতা পুলিশের করোনায় আক্রান্তদের জন্য কোয়ারেন্টিন সেন্টার করা হয়েছে। পরবর্তী কালে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও সেফ হোম করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।
উল্লেখ্য, কলকাতায় এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯৭৫ জন। সেক্ষেত্রে এই পরিকাঠামো পর্যাপ্ত নয়, তাই সেফ হোমের সংখ্যা আরও বাড়াচ্ছে রাজ্য।
শিক্ষা নিয়ে ধনকরের অভিযোগ খারিজ শিক্ষা দফতরের
বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, যেহেতু রাজ্যের টেস্টের সংখ্যা বাড়ছে, আক্রান্তের সংখ্যা ও বাড়বে। এ নিয়ে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।
তবে সামগ্রিক ভাবে সামনের দু’মাস পরিস্থিতির ওপর নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় মৃদু সংক্রমণের জেরে হাসপাতালে ভর্তি না হয়ে মধ্যবর্তী ব্যবস্থা এই সেফ জোন। বুধবার ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যাদের বাড়ি বা ফ্ল্যাটে আইসলেশন এর জন্য আলাদা ঘর নেই, তাদের জন্যই এই সেফ হোম ।
উল্লেখ্য, বর্তমানে রাজ্যে এই ধরনের সেফ হোমের সংখ্যা ১০৯। যাতে শয্যা সংখ্যা প্রায় ৭ হাজার। এই শয্যা সংখ্যা এক ধাক্কায় এই দুই স্টেডিয়াম অনেকটাই বাড়িয়ে দেবে বলেই মনে করা হচ্ছে।
শীঘ্রই এরকম আরও বেশ কয়েকটি স্টেডিয়াম রাজ্য প্রশাসন হাতে নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছে।