পরিযায়ী শ্রমিকদের পাওনা সরকারি সাহায্য আত্মসাৎ করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
দ্য কোয়ারি ডেস্ক: এবার বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পরিযায়ী শ্রমিকদের সাহায্য না দেওয়ার অভিযোগ উঠল।
বাধ্য হয়ে পরিযায়ী শ্রমিকেরা পঞ্চায়েত দপ্তরের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।
ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানা এলাকায়। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, করোনা সংক্রমনের জেরে দীর্ঘদিন ধরেই তারা বিভিন্ন রাজ্যে আটকে ছিল।
এরপর রাজ্য সরকারের উদ্যোগে তাদেরকে জেলায় জেলায় ফিরিয়ে নিয়ে আসা হয়।
রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে খাদ্য সামগ্রী দেওয়ার কথা বলা হয়। সেইমতো পঞ্চায়েত দপ্তরের নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়।
কিন্তু দেখা যায় যারা প্রকৃত পরিযায়ী শ্রমিক সাহায্যের তালিকায় তাদের নাম নেই। যারা শ্রমিক নয় তাদের নাম ওই তালিকায় রয়েছে। স্বাভাবিক ভাবেই সরকারি সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত পরিযায়ী শ্রমিকেরা। এমনি অভিযোগ।
তাদের আরও অভিযোগ পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েতের মেম্বাররা ওইতালিকায় নথিভূক্ত করেছে নিজের ঘনিষ্ঠ লোকজনের।অভিযোগ সরকারি সাহায্য আত্মসাৎ করেছে প্রধান মেম্বারেরা।
এই নিয়ে বেশ কিছুদিন আগে বিক্ষোভ দেখায় পরিযায়ী শ্রমিকেরা।
সেই সময় তাদের সাহায্যের কথা বলা হলো এখনো পর্যন্ত সেই সাহায্য তাদের দেওয়া হয়নি। আর আজ তারই প্রতিবাদে এ দিন মানিকচক পঞ্চায়েত দপ্তরের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। যদিও পুলিশে আশ্বাসে বিক্ষোভ তুলনায় পরিযায়ী শ্রমিকেরা।