শক্তি বাড়ছে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের
রাহুল গুপ্ত
দিনে দিনে শক্তি বাড়ছে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন-এর। বাড়ছে সদস্য সংখ্যাও। এদিন হুগলী থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের স্নেহধন্য BJMTU এর রাজ্য সভাপতি বাবান ঘোষের নেতৃত্বে আনুমানিক ১০০ জন সদস্য যোগ দিলেন এই শ্রমিক সংগঠনে।
যোগ দিলেন দক্ষিণ কলকাতা থেকে প্রায় ৩০ জন মহিলা সদস্য ও। পাটুলি ১০১ নম্বর ওয়ার্ডে BJMTU এর জেলা অফিসে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। বাইকে করে দলীয় পতাকা নিয়ে বহু কর্মী সমর্থক কে সঙ্গে নিয়ে এদিন হুগলী ও কলকাতার নতুন সদস্যদের স্বাগত জানান BJMTU এর রাজ্য কমিটির সদস্য ও বিজেপির ট্রেড ইউনিয়ন নেতা দেবজিৎ কর ।
উপস্থিত থাকলেন BJMTU এর রাজ্য কমিটির অপর সদস্য সুভাষ সাহাও। দলীয় কার্যালয়ে BJMTU দক্ষিণ কলকাতার সভাপতি তুলসী ঘরামী এর উপস্থিতিতে এদিন এদিন হুগলী ও কলকাতার নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন দেবজিৎ কর, সুভাষ সাহা প্রমুখ।
পরীক্ষামূলক ভাবে শুরু হল কলকাতা থেকে বাংলাদেশ হয়ে ত্রিপুরায় পণ্য সরবরাহ
কেনো যোগদান করলেন BJMTU তে এই প্রশ্নের উত্তরে দুই জেলার নতুন সদস্যরাই বলেন বাবান ঘোষের কাজ , তাঁর অনুপ্রেরণায় আসা এই সংগঠনে।
এদিন সাংবাদিক সম্মেলনে BJMTU এর রাজ্য কমিটির সদস্য ও বিজেপির ট্রেড ইউনিয়ন নেতা দেবজিৎ কর বলেন উত্তরোত্তর বেড়েই চলেছে BJMTU এর সদস্য সংখ্যা। জেলায় জেলায় প্রতিদিন প্রতিমুহূর্তে বাড়ছে শক্তি। আনুমানিক ৪ লক্ষ সদস্য বর্তমানে BJMTU এর।
পাশাপাশি এদিন তিনি বলেন অপর এক ট্রেড ইউনিয়ন নেতা রাকেশ সিং কিভাবে সাধন তালুকদার ও বৈদ্যনাথ দে কে কিভাবে দলে জায়গা করে দিলেন ?? কেন তিনি মানুষ চিনতে ভুল করলেন এদিন এই প্রশ্নও তোলেন।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের স্নেহধন্য BJMTU এর রাজ্য সভাপতি বাবান ঘোষের BJMTU যে একমাত্র শ্রমিক সংগঠন যারা আগামী দিনে শক্তি বৃদ্ধি করবে রাজ্য বিজেপির এদিন সেই দাবি করেন দেবজিৎ কর।
BJMTU দক্ষিণ কলকাতার সভাপতি তুলসী ঘরামী জানান হুগলী ও কলকাতার নতুন সদস্যদের যোগদান জেলায় জেলায় BJMTU এর শক্তি বৃদ্ধি করবে।