করোনা আক্রান্তের হদিস মিলল দীঘায়, জেলা জুড়ে হতে পারে লকডাউন
দ্য কোয়ারি ডেস্ক: ২৪ ঘন্টায় দেশে নতুন করে ৩৮ হাজার ৯০২ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫৪৩ জনের।
মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে, ১০ লক্ষ ৭৭ হাজার ৬১৮ জন।
৬ লক্ষ ৭৭ হাজার ৪২৩ জন ইতোমধ্যেই সুস্থ হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৮১৬ জন।
এবার পূর্ব মেদিনীপুর জেলার তথা রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘাতে এবার করোনার থাবা।
পুলিশ ও প্রশাসনের সূত্রের খবর, দীঘা নেহেরু মার্কেটের মধ্যে এক ব্যবসায়ীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে ।
দীঘার নেহেরু মার্কেট সিল করে দেওয়া হয় এবং করোনায় আক্রান্ত ঐ ব্যবসায়ীর বাড়ি দিঘা হাসপাতালের পেছনের গ্রামে তাই ঐ গ্রামের মধ্যেও সাধারণদের যাওয়া আসা নিয়ত্রণ করা হয়েছে ।
প্রতিদিন পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায় যেভাবে করোনার প্রভাব বিস্তার করেছে তাতে আবার জেলা জুড়েই লকডাউন করা হতে পারে সূত্রের খবর ।
যদিও পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকাতে পাট পাট হিসাবে লকডাউন চলছে ।
অন্যদিকে মেদিনীপুর জেলায় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা।
গত ২৪ ঘন্টায় জেলাতে এক সঙ্গে ৫৫জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।
জেলায় এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮৩জন।
১৯জন করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
এখন পর্যন্ত জেলায় মোট ৪৩২জন করোনা জয় করে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন।
জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৪০জন।
গত ২৪ঘন্টায় জেলায় এই রোগে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হওয়ার পর, জেলায় মোট করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা হয়েছে ১১জন।