নজরে হাওড়া, রাজীবের তত্ত্বে শিলমোহর মমতার
সহেলী চক্রবর্তী
২১ এর বিধানসভা নির্বাচনের আগে বড়সড় রদবদল তৃণমূলের অন্দরে। উঁচু তলা থেকে নিচু তলা সর্বত্রই ঝাড়াইবাছাই করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দলনেত্রীর ঘোষণা অনুযায়ী দল থেকে তুলে দেওয়া হল জেলা পর্যবেক্ষকের পদ। পরিবর্তে তৈরী করা হল চেয়ারম্যান পদ।
আগে থেকেই ইঙ্গিত মিলেছিল এদিনের বৈঠকে জেলায় সাংগাঠনিক স্তরে বেশ কিছু রদবদল হতে পারে। তবে বিশেষ নজর ছিল হাওড়া জেলার দিকে। কারণ কয়েকদিন আগেই আমফানের দুর্নীতিগ্রস্থ নেতাদের শোকজ নিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বনাম অরুপ রায়ের বেনজির তরজায় চরম অস্বস্তিতে পড়েছিল দল।
তবে শেষ পর্যন্ত রাজীবের তত্ত্বেই শিলোমহর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া জেলা(শহর) সভাপতির পদ থেকে অপসারিত অরুপ রায়। পরিবর্তে দায়িত্ব পেলেন লক্ষ্মীরতন শুক্ল। হাওড়া গ্রামীণের জেলা সভাপতি হলেন পুলক রায়। অন্যদিকে রাজ্য কমিটিতে জায়গা পেলেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ রাজীব বন্দ্যোপাধ্য়ায়।
রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বড়সর রদ বদল তৃণমূলে
প্রসঙ্গত, আমফানে স্বজনপোষণের অভিযোগে সম্প্রতি হাওড়া জেলায় তিন তৃণমূল নেতাকে সাসপেন্ড করে দল। এরা হলেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সদস্য জয়ন্ত ঘোষ, পাতিহাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেচারাম বসু ও উত্তর ঝাপরদহের পঞ্চায়েত প্রধানের স্বামী সুমন ঘোষাল। খবর পাওয়া মাত্রই ক্ষোভে ফেটে পড়েছিলেন হাওড়া জেলার তৃণমূল কো-অর্ডিনেটর রাজীব বন্দ্যোপাধ্যায়।
হাওড়া তৃণমূল জেলা সভাপতি অরুপ রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে বনমন্ত্রী বলেছিলেন দুর্নীতিগ্রস্থ রাঘব বোয়ালদের বাঁচাচ্ছেন জেলা সভাপতি।
রাজীব বাবুর কথায়, দল জানিয়েছিল জেলার কো-অর্ডিনেটর ও জেলা সভাপতি দুজনে মিলিত ভাবে সিদ্ধান্ত নেবে। কিন্তু এক্ষেত্রে আমি কিছুই জানতে পারলাম না। আমাকে অন্ধকারে রেখে কয়েকজন চুনোপুঁটিকে ধরে কাছের লোক হিসাবে রাঘব বোয়াল, রুই, কাতলা, ইলিশকে বাঁচানোর চেষ্টা চলছে।
চুনোপুঁটি ধরে রাঘব বোয়ালকে আড়াল করছেন অরুপ রায়, দুর্নীতি প্রসঙ্গে বিস্ফোরক রাজীব
তিনি সেদিন প্রশ্ন তুলে দেন কয়েকজন চুনোপুঁটি ধরে কী হবে? যাদের দুর্নীতিবাজ বলে গোটা জেলার মানুষ চেনে কেন তাদের বিরুদ্ধে অ্যকশন নেওয়া হবে না?
বলাই বাহুল্য ২৩ জুলাইয়ের বৈঠকে হাওড়া জেলার কোঅর্ডিনেটর ওরফে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সে প্রশ্নেরই উত্তর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।